আরও পড়ুন: কর্মচারীদের সুযোগ-সুবিধার উপর জিএসটি প্রযোজ্য নয়, সাফ জানিয়ে দিল সিবিআইসি
ডিজিটালাইজেশনের ফলে গত কয়েক বছরে পাসপোর্টের জন্য আবেদন করা অনেক সহজ হয়ে গিয়েছে। আগে পাসপোর্ট তৈরি করার জন্য লম্বা লাইনে দাঁড়ানোর পাশাপাশি পঞ্চাশ বার অফিসে যেতে হত। এখন আর এত কষ্ট করার দরকার নেই, এখন যে কেউ নিজের ঘরে বসে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন।
advertisement
অনলাইনে পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করতে হবে?
পাসপোর্ট তৈরির জন্য অনলাইনে আবেদন করতে প্রথমে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে- https://www.passportindia.gov.in/ ক্লিক করে রেজিস্টার করতে হবে।
এর পর একটি ফর্ম পূরণ করতে বলা হবে।
এই ফর্মে নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, বাড়ির কাছের পাসপোর্ট অফিসের তথ্য এবং লগইন আইডি লিখতে হবে।
আরও পড়ুন: কী কারণে আসতে পারে আয়করের নোটিশ, কী কী তথ্য জানাতে হবে ITR ফর্মে
এর পর Passport Seva অপশনটি ক্লিক করতে হবে।
তার পর Continue অপশনটি ক্লিক করার পর Click Here To Fill অপশনটি নির্বাচন করতে হবে। এখানে সমস্ত তথ্য চাওয়া হবে যা সঠিকভাবে পূরণ করতে হবে।
মনে রাখতে হবে কোনও তথ্য ভুল দেওয়া হলে পাসপোর্টের আবেদন খারিজ করা হতেও পারে।
সমস্ত তথ্য লেখার পর ফর্মটি জমা করতে হবে।
প্রদত্ত তথ্য দেখার জন্য View Saved / Submitted Applications অপশনে ক্লিক করতে হবে।
অনলাইন আবেদন করার পর বাড়ির কাছের পাসপোর্ট অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের তারিখ নিতে হবে।
পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টের (Pay and Book Appointment) অপশনটি নির্বাচন করে আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে নিতে হবে।
এর পর অ্যাপয়েন্টমেন্ট তারিখে পাসপোর্ট অফিসে যেতে হবে। সেখানে তথ্য যাচাই করা হবে।
তার পর পুলিশ ভেরিফিকেশন হবে।
এর ঠিক ১০ থেকে ১৫ দিন পর পাসপোর্ট তৈরি হয়ে স্পিড পোস্টের মাধ্যমে বাড়ি পৌঁছে যাবে।