পিপিএফ
পিপিএফ এর গাইডলাইন অনুযায়ী ফান্ড শুরু করার পাঁচ বছরের পর থেকে টাকা তোলা যায়। সর্বোচ্চ তোলা যাবে সঞ্চিত অর্থের শতাংশ। বছরে একবারই টাকা তুলতে পারবেন একজন গ্রাহক।
তবে স্বস্তির কথা পিপিএফ-এ পুরোপুরি ম্যাচিওর হয়ে যাওয়া টাকার ক্ষেত্রে এমনকি মাঝপথে তুললেও কর ছাড় পাওয়া যায়। শুধু ফর্ম সি সই করে নিজস্ব ব্রাঞ্চে জমা দিলেই সহজেই আপনার জমা টাকা তুলতে পারবেন পিপিএফ থেকে।
advertisement
ইপিএফ
চাকরি খোয়ানো বা চিকিৎসা পরিষেবা ব্যাতীত অন্য় যে কোনও কারণে এই টাকায় হাত দিলে তা করের আওতায় পড়ে। তবে পাঁচ বছর পরে এই টাকা আর করের আওতায় পড়বে না।
ফিক্সড ডিপোজিট
ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে টাকা ম্যাচিওর হওয়ার আগে টাকা তোলা যায় না। আগেই এই ডিপোজিট ভাঙতে হলে টাকা একবারে তুলতে হবে এবং অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। ব্যঙ্কের নিরিখে শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত সুদও দিতে হতে পারে।
জাতীয় পেনশন স্কিম
তিন বছর হয়ে গেলে বিনিয়োগকারী তাঁর বিনিয়োগের ২৫ শতাংশ তুলতে পারেন। এক্ষেত্রে তিনি কর ছাড় পাবেন।