TRENDING:

Elon Musk Starlink in India: মিলল কেন্দ্রের অনুমতি, স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে ভারতে পা রাখছে ইলন মাস্ক-এর স্টারলিঙ্ক! ব্যবহারের মাসিক খরচ কত?

Last Updated:

অনেক দিন ধরেই স্টারলিঙ্ক ভারতে পরিষেবা শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ আমেরিকার স্যাটলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই এয়ারটেল এবং জিও-র সঙ্গে চুক্তি করেছে স্টারলিঙ্ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতে স্যাটেলাইট ইন্টারনেট বা স্যাটকম পরিষেবা দেওয়ার জন্য অবশেষে অনুমতি পেল ইলন মাস্ক-এর সংস্থা স্টারলিঙ্ক৷ সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই৷
ভারতে পরিষেবা দেওয়ার অনুমতি পেল ইলন মাস্ক-এর স্টারলিঙ্ক৷
ভারতে পরিষেবা দেওয়ার অনুমতি পেল ইলন মাস্ক-এর স্টারলিঙ্ক৷
advertisement

এই নিয়ে ভারতে তৃতীয় কোনও সংস্থা স্যাটকম পরিষেবা দেওয়ার অনুমতি পেল৷ এর আগে ইউটেলস্যাট সংস্থার ওয়ান ওয়েব এবং রিলায়েন্স জিও-কে এই অনুমতি দিয়েছিল ভারতের টেলিযোগাযোগ মন্ত্রক৷

পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, টেলিকম মন্ত্রকের এক সূত্র জানিয়েছে ইতিমধ্যেই পরিষেবা দেওয়ার জন্য লাইসেন্স পেয়ে গিয়েছে স্টারলিঙ্ক৷ ১৫-২০ দিনের মধ্যেই পরীক্ষামূলক ব্যবহারের জন্য স্পেকট্রাম বরাদ্দ করা হবে তাদের৷

advertisement

আরও পড়ুন: গঙ্গার নীচে মেট্রোর সুড়ঙ্গ থেকে চেনাব রেল সেতু! যোগসূত্র একজনই, এই মানুষটিকে চেনেন?

ইলন মাস্কের সংস্থা নিরাপত্তা বিষয়ক সব শর্ত পূরণের পরই তাদের লাইসেন্স দেওয়া হয়েছে৷ গত মাসেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্টারলিঙ্কে পরিষেবা শুরুর জন্য লেটার অফ ইনটেন্ট দেওয়া হয়েছিল৷ তবে পরিষেবা শুরুর আগে এখনও ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টারের অনুমতি প্রয়োজন স্টারলিঙ্কের৷ পাশাপাশি, পাকাপাকি ভাবে তাদের স্পেকট্রাম বরাদ্দ করতে হবে কেন্দ্রীয় সরকারকে৷

advertisement

অনেক দিন ধরেই স্টারলিঙ্ক ভারতে পরিষেবা শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ স্যাটলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই এয়ারটেল এবং জিও-র সঙ্গে চুক্তি করেছে স্টারলিঙ্ক৷

ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর শাখা সংস্থা স্টারলিঙ্ক স্যাটেলাইট নির্ভর হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেয়৷ লো আর্থ অরবিট (এলইও) স্যাটলাইটের সাহায্যে এই পরিষেবা দেওয়া হয়৷ পৃথিবীর মাত্র ৫৫০ কিলোমিটার এই স্যাটলাইটগুলি সুবিশাল নেটওয়ার্ক তৈরি করেছে স্টারলিঙ্ক৷ গোটা বিশ্ব ইতিমধ্যেই ৭০০০ এলইও স্যাটেলাইট বসিয়েছে স্টারলিঙ্ক৷ ৪০ হাজার এলইও স্যাটেলাইট বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তারা৷ এই স্যাটেলাইট নির্ভর ইন্টারনেটের সাহায্যে চরম দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলেও নিরবিচ্ছিন্ন ভাবে স্যাটেলাইট পরিষেবা দেওয়া সম্ভব৷ বিশেষত যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে এই ধরনের ইন্টারনেট পরিষেবা বিশেষ ভাবে কাজে লাগে৷

advertisement

স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের কত খরচ?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশেষজ্ঞরা  জানাচ্ছেন, লোকেশন এবং প্ল্যানের উপরে স্টারলিঙ্কের স্যাটলাইট ইন্টারনেট পরিষেবা ব্যবহারের মাসিক খরচ থাকতে পারে ৩ থেকে ৭ হাজার টাকার মধ্যে৷ এ ছাড়াও গ্রাহক স্যাটেলাইট ইন্টারনেট কিট কিনতে হবে৷ যার মধ্যে থাকবে একটি স্যাটেলাইট ডিশ এবং ওয়াইফাই রাউটার৷ এর দাম পড়বে এককালীন ২০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে৷ তবে দ্য ইকনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী প্রাথমিক ভাবে ভারতে বাজার ধরতে মাসিক ৮৫৭ টাকায় আনলিমিটেড ডেটা দিতে চলেছে ইলন মাস্ক-এর সংস্থা৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Elon Musk Starlink in India: মিলল কেন্দ্রের অনুমতি, স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে ভারতে পা রাখছে ইলন মাস্ক-এর স্টারলিঙ্ক! ব্যবহারের মাসিক খরচ কত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল