TRENDING:

Electric Bill: গিজার চলুক বা হিটার, বিদ‍্যুতের বিল আসবে অনেক কম! শুধু করতে হবে এই ছোট্ট কাজ

Last Updated:

খুব সহজেই কমিয়ে ফেলতে পারবেন বিদ‍্যুতের বিল? শুধু করতে হবে একটি সহজ কাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিদ‍্যুতের বিল ক্রমশ বাড়ছে। মাসের শেষে বিদ‍্যুতের বিল একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু জানেন কি খুব সহজেই কমিয়ে ফেলতে পারবেন বিদ‍্যুতের বিল? শুধু করতে হবে একটি সহজ কাজ।
গিজার চলুক বা হিটার, বিদ‍্যুতের বিল আসবে অনেক কম! শুধু করতে হবে এই ছোট্ট কাজ
গিজার চলুক বা হিটার, বিদ‍্যুতের বিল আসবে অনেক কম! শুধু করতে হবে এই ছোট্ট কাজ
advertisement

বিদ‍্যুতের বিল বেড়ে যাওয়া মধ‍্যবিত্তের জন‍্য একটি চিন্তার বিষয়। কীভাবে কমানো যায় সেই চিন্তায় ঘুম উড়ে যায়। গরমে এসির কারণে বিদ‍্যুতের বিল অতিরিক্ত এলেও শীতকালে গিজার বা হিটারের কারণে অনেক টাকা বেশি বিল আসে। তবে এই সমস‍্যায় মুশকিল আসান হয়ে উঠতে পারে একটি ছোট্ট ডিভাইস। এটি বিদ্যুৎ বিল ৪০% কমাতে সহায়ক বলে মনে করা হয়। ব‍্যবহার করাও বেশ সহজ।

advertisement

আরও পড়ুন:  টিভি থেকে ওয়াশিং মেশিন, সব পাবেন কম দামে! Amazon এবং Flipkart-এ জমিয়ে কেনাকাটা করুন, বড় সুযোগ

এই ডিভাইসের নাম ইলেক্ট্রিসিটি সেভার বা পাওয়ার সেভার। লাল রঙের দেখতে হয় এই ডিভাইস। বাড়ি হোক বা অফিস, কারখানা যে কোনও জায়গাতেই লাগানো যেতে পারে এই পাওয়ার সেভার। প্রতিদিন ১৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ কমাতে সহায়ক এই যন্ত্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

রতন চৌধুরি নামের এক স্টল অপারেটর জানালেন, এটি ব্যবহার করে আপনি প্রতি মাসে বিদ্যুৎ বিল থেকে শত শত টাকা বাঁচানো যেতে পারে। এই পাওয়ার সেভার ডিভাইসটি বাড়িতে ব্যবহারের জন্য একটি দুর্দান্ত। এর মাধ্যমে বিদ্যুৎ খরচ অনেকাংশে কমানো যাবে। এটি বাণিজ্যিক ব্যবহারের জন্যও ব্যবহার করা যেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Electric Bill: গিজার চলুক বা হিটার, বিদ‍্যুতের বিল আসবে অনেক কম! শুধু করতে হবে এই ছোট্ট কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল