বিদ্যুতের বিল বেড়ে যাওয়া মধ্যবিত্তের জন্য একটি চিন্তার বিষয়। কীভাবে কমানো যায় সেই চিন্তায় ঘুম উড়ে যায়। গরমে এসির কারণে বিদ্যুতের বিল অতিরিক্ত এলেও শীতকালে গিজার বা হিটারের কারণে অনেক টাকা বেশি বিল আসে। তবে এই সমস্যায় মুশকিল আসান হয়ে উঠতে পারে একটি ছোট্ট ডিভাইস। এটি বিদ্যুৎ বিল ৪০% কমাতে সহায়ক বলে মনে করা হয়। ব্যবহার করাও বেশ সহজ।
advertisement
আরও পড়ুন: টিভি থেকে ওয়াশিং মেশিন, সব পাবেন কম দামে! Amazon এবং Flipkart-এ জমিয়ে কেনাকাটা করুন, বড় সুযোগ
এই ডিভাইসের নাম ইলেক্ট্রিসিটি সেভার বা পাওয়ার সেভার। লাল রঙের দেখতে হয় এই ডিভাইস। বাড়ি হোক বা অফিস, কারখানা যে কোনও জায়গাতেই লাগানো যেতে পারে এই পাওয়ার সেভার। প্রতিদিন ১৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ কমাতে সহায়ক এই যন্ত্র।
রতন চৌধুরি নামের এক স্টল অপারেটর জানালেন, এটি ব্যবহার করে আপনি প্রতি মাসে বিদ্যুৎ বিল থেকে শত শত টাকা বাঁচানো যেতে পারে। এই পাওয়ার সেভার ডিভাইসটি বাড়িতে ব্যবহারের জন্য একটি দুর্দান্ত। এর মাধ্যমে বিদ্যুৎ খরচ অনেকাংশে কমানো যাবে। এটি বাণিজ্যিক ব্যবহারের জন্যও ব্যবহার করা যেতে পারে।