TRENDING:

Post Office Scheme: প্রতি মাসে সামান্য বিনিয়োগেই পাওয়া যেতে পারে প্রায় ৩৫ লাখ টাকা; জানুন পোস্ট অফিসের এই স্কিম নিয়ে বিশদে

Last Updated:

Earn Money with Post Office Scheme: ১৯ থেকে ৫৫ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক এই বিমা যোজনার সুবিধা নিতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের বিমা পলিসি রয়েছে। কিন্তু সুরক্ষিত বিনিয়োগ এবং ভালো রিটার্ন পেতে চাইলে পোস্ট অফিসের বিমা যোজনায় বিনিয়োগ করা যেতে পারে। এখানে কোনও রকম ঝুঁকি ছাড়াই বিনিয়োগকারীরা পেতে পারে ভালো রিটার্ন। পোস্ট অফিসের এমনই একটি যোজনা হল গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha Yojana)। এই যোজনার মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের এই যোজনার বিভিন্ন দিক।
Representative Image
Representative Image
advertisement

নিয়মাবলি এবং শর্ত-

১৯ থেকে ৫৫ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক এই বিমা যোজনার সুবিধা নিতে পারে। এই যোজনায় ন্যুনতম বিনিয়োগের পরিমাণ হল ১০,০০০ টাকা এবং সর্বাধিক প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এই যোজনার প্রিমিয়াম পেমেন্ট মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক রূপে করা যায়। এই যোজনায় গ্রাহকদের প্রিমিয়ামের পেমেন্ট করার জন্য ৩০ দিনের ছাড় দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন-ঝুঁকি এড়িয়ে বেশি রিটার্ন, এক নজরে দেখে নিন সুরক্ষিত বিনিয়োগের সেরা ৫ উপায়

পাওয়া যায় লোন-

এই বিমা যোজনায় গ্রাহকদের লোনের সুবিধাও দেওয়া হয়। এই বিমা যোজনার পলিসি কেনার ৪ বছর পর গ্রাহকরা এই লোন নিতে পারবে।

পলিসি সারেন্ডার-

এই বিমা যোজনায় গ্রাহকদের পলিসি সারেন্ডার করার সুবিধাও দেওয়া হয়। গ্রাহকরা এই বিমার পলিসি শুরু করার ৩ বছর পর এই সুবিধা গ্রহণ করতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে গ্রাহকরা সেই বিমা যোজনার কোনও লাভ পাবে না। এই বিমা পলিসির সবথেকে বড় আকর্ষণ হল ইন্ডিয়া পোস্ট (India Post) দ্বারা দেওয়া বোনাস এবং অন্তিম ঘোষিত বোনাসের পরিমাণ প্রতি বছর ৬৫ টাকায় ১০০০ টাকা।

advertisement

ম্যাচিউরিটি বেনিফিট-

কেউ যদি ১৯ বছর বয়সে ১০ লাখের গ্রাম সুরক্ষা পলিসি ক্রয় করে তাহলে ৫৫ বছরের জন্য তার মাসিক প্রিমিয়াম ১,৫১৫ টাকা, ৫৮ বছরের জন্য তার মাসিক প্রিমিয়াম ১,৪৬৩ টাকা এবং ৬০ বছরের জন্য তার মাসিক প্রিমিয়াম ১,৪১১ টাকা হবে। এই পলিসির গ্রাহকরা ৫৫ বছরে ৩১.৬০ লাখ টাকা, ৫৮ বছরে ৩৩.৪০ লাখ টাকার ম্যাচিউরিটি বেনিফিট পাবে। এছাড়া ৬০ বছরে এই পলিসির গ্রাহকরা ম্যাচিউরিটি বেনিফিট পাবে ৩৪.৬০ লাখ টাকা।

advertisement

আরও পড়ুন-পেট্রোলের চেয়েও দামি টম্যাটো ! ঘুম উড়েছে ক্রেতাদের

সম্পূর্ণ বিবরণ-

সেরা ভিডিও

আরও দেখুন
অসুস্থতা ভাঙতে পারেনি মনোবল! ট্রাই সাইকেলে ঘুরে ছোলা ভাজা বিক্রি করেন বৃদ্ধ
আরও দেখুন

নিকটতম ডাকঘর ছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে এই পলিসির সম্পূর্ণ বিবরণ পাওয়া যাবে। ওয়েবসাইট লিঙ্ক হল- www.postallifeinsurance.gov.in। এছাড়াও টোল ফ্রি নম্বরে ফোন করেও এই বিষয়ে জানা যাবে, নম্বর হল- ১৮০০১৮০৫২৩২/১৫৫২৩২

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Scheme: প্রতি মাসে সামান্য বিনিয়োগেই পাওয়া যেতে পারে প্রায় ৩৫ লাখ টাকা; জানুন পোস্ট অফিসের এই স্কিম নিয়ে বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল