তবে এর জন্য ব্যাঙ্ক নানা নথি চায়। সুখবর হল ব্যাঙ্ক ছাড়াই প্যান কার্ডের মাধ্যমেও পাওয়া যেতে পারে লোন। দেখে নেওয়া যাক এর উপায় এবং সমস্ত খুঁটিনাটি।
জরুরি প্রয়োজনে ব্যাঙ্ক নয়, প্যান কার্ডের মাধ্যমেই পাওয়া যেতে পারে লোন। ব্যাঙ্ক ছাড়া প্যান কার্ডের মাধ্যমেই ৫০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: SBI এবং PNB এই মাসে চালু করেছে নতুন নতুন স্কিম, গ্রাহকরা আরও ভাল রিটার্ন পাবেন, দেখুন বিশদে
advertisement
প্যান কার্ডের মাধ্যমে এই লোন পাওয়ার জন্য প্রধান বিষয় হল ক্রেডিট স্কোর। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অ্যাপ, NBFC এবং ব্যাঙ্ক প্যান কার্ডের মাধ্যমে লোন দিয়ে থাকে।
প্যান কার্ডের মাধ্যমে এই সকল লোন পাওয়ার জন্য কম নথি এবং সহজ প্রক্রিয়া অনুসরণ করা হয়।
প্যান কার্ডের মাধ্যমে লোন পাওয়ার জন্য সেই সকল অ্যাপ এবং NBFC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল-আপ করতে হবে।
বিভিন্ন ক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডেরও প্রয়োজন হয়।
প্যান কার্ডের ক্ষেত্রে লোনের উপরে সুদ অন্যান্য লোনের সুদের থেকে কিছুটা বেশি হয়।
আরও পড়ুন: সোনার দামে বড় চমক ! দেখে নিন ১ ভরির দাম কলকাতায় কত হল
প্যান কার্ডের মাধ্যমে এই লোন কোনও গ্যারান্টি ছাড়াই দেওয়া হলেও এতে ঝুঁকির পরিমাণ বেশি।
সঠিক তথ্য দিলে প্যান কার্ডের মাধ্যমে লোণন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যেতে পারে।
জরুরি প্রয়োজনে এই প্যান কার্ডের মাধ্যমে লোন খুব কাজে লাগতে পারে।
প্যান কার্ডের মাধ্যমে লোন পরিশোধ করার জন্য বিভিন্ন ধরনের অপশন পাওয়া যায়।
তবে, প্যান কার্ডের মাধ্যমে লোন নেওয়ার আগে সুদের হার, প্রসেসিং ফি ইত্যাদি বিভিন্ন দিক যাচাই করে নেওয়া প্রয়োজন।