TRENDING:

Russia-Ukraine War: যুদ্ধের জেরে এবার বিপুল দাম বাড়তে চলেছে বিস্কুটের

Last Updated:

Russia-Ukraine War: দুটি দেশের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে অন্যান্য জিনিসের সঙ্গে গমের সাপ্লাই চেন প্রভাবিত হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে গোটা বিশ্বের অর্থনীতি ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছে ৷ দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিভিন্ন সেক্টরে এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে ৷ অপরিশোধিত তেল, সোনা-রুপোর দামের পাশাপাশি অগ্নিমূল্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ৷ আগামী দিনে এবার অনেকটাই দাম বাড়তে পারে বিস্কুটের ৷
advertisement

আরও পড়ুন: মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, ইপিএফে সুদের হার কমাল সরকার

এটা শোনার পর স্বাভাবিক ভাবেই সবার মনে প্রশ্ন উঠবে যুদ্ধের সঙ্গে বিস্কুটের দাম বাড়ার কী সম্পর্ক ? আসলে এর আসল কারণ গমের দাম বৃদ্ধি ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গমের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর প্রভাব সংস্থাগুলি এবং গ্রাহক, দুই পক্ষের উপরেই পড়তে চলেছে ৷

advertisement

আরও পড়ুন: শনিবারের ডিয়ার বঙ্গশ্রী দামোদর লটারির টিকিট কেটেছেন? রয়েছে লাখপতি হওয়ার সুযোগ!

সাধারণত বিস্কুটে ৬০ শতাংশ গম, ২০ শতাংশ ভোজ্য তেল এবং ২০ শতাংশ চিনি থাকে ৷ খরচার হিসেবে গমে খরচ হয় ৩০ শতাংশ, ভোজ্য তেলের ১৫ শতাংশ, চিনিতে ১০ শতাংশ, প্যাকেজিং এবং অন্যান্য জিনিসে খরচা হয় ৩৫ শতাংশ ৷

advertisement

রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ

বিশ্বের মধ্যে রাশিয়া সবচেয়ে বৃহত্তম গম রফতানিকারক দেশ ৷ অন্যদিকে, ইউক্রেন বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম গম রফতানিকারক দেশ ৷ দুটি দেশের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে অন্যান্য জিনিসের সঙ্গে গমের সাপ্লাই চেন প্রভাবিত হয়েছে ৷ সাপ্লাই চেন প্রভাবিত হওয়ার কারণে গমের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ চলতি বছরে গমের দাম প্রায় ১১১ শতাংশ বেড়ে গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন: Photo Gallery: ছবিতে দেখে নিন ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি

গম ছাড়াও পাম তেলের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে ৷ সাপ্লাই চেনে সমস্যার জেরে চিনির দামও প্রায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছে ৷ এর পাশাপাশি প্যাকেজিং ও অন্যান্য চার্জও বেড়ে গিয়েছে ৷ পার্লে ও ব্রিটানিয়ার মতো বিস্কুট সংস্থাগুলি এই বছর ৬-৮ শতাংশ দাম বাড়িয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এটা জানার পর আশ্চার্য হবেন যে এরপরও বিস্কুটের দাম ৫, ১০ ও ১৫ টাকা রয়েছে ৷ আসলে সংস্থাগুলি বিস্কুটের সাইজ ছোট করে দিয়েছে ৷ তবে এরপরও বিস্কুট সংস্থাগুলির লোকসান হচ্ছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Russia-Ukraine War: যুদ্ধের জেরে এবার বিপুল দাম বাড়তে চলেছে বিস্কুটের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল