TRENDING:

Dragon Fruit Cultivation: এই ফল চাষ করেই হচ্ছে বিরাট লাভ! ফলন পাবেন প্রচুর, শুধু জেনে নিন ছোট্ট একটি কৌশল

Last Updated:

Dragon Fruit Cultivation: খুব সহজেই ড্রাগন ফলের বাগান তৈরি করা যায়। শুধুমাত্র সামান্য কয়েকটি বিষয় মাথায় রেখে ড্রাগন বাগান তৈরি করলেই ভাল উৎপাদন হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বাজারে ব্যাপক চাহিদা ড্রাগন ফলের। এখন জেলায় জেলায় কৃষকদের মধ্যে লাভবান এই ফল চাষের প্রবণতা বাড়ছে। তবে সঠিক প্রশিক্ষণ ও গাইডের অভাবে অনেকেই এই ফল চাষ করে লোকসানের মুখে পড়ছেন। কিন্তু আপনি কি জানেন, খুব সহজেই ড্রাগন ফলের বাগান তৈরি করা যায়। শুধুমাত্র সামান্য কয়েকটি বিষয় মাথায় রেখে ড্রাগন বাগান তৈরি করলেই ভাল উৎপাদন হবে। সঙ্গে আপনার বাগান দীর্ঘদিন থাকবে। কি সেই পদ্ধতি দেখে নিন।
advertisement

ড্রাগন বাগান তৈরি করার জন্য সর্বপ্রথমে উঁচু মানের জমি বেছে নিতে হবে। জমিতে বেশি পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। ফালি পদ্ধতিতে চাষ করতে হবে। জমি নির্বাচনে পর ফালি তৈরি করে ভাল করে জৈব সার মাটিতে মেশাতে হবে। এরপর সেখানে রোগমুক্ত চারা লাগাতে হবে। দুই পদ্ধতিতে ড্রাগন বাগান তৈরী করা যায়। একটি হচ্ছে পোল ও অপরটি টেলিস। যদি কেউ টেলিস পদ্ধতিতে চাষ করেন, তবে একটি চারা থেকে অপর চারার দূরত্ব এক ফিট রাখতে হবে। পোল পদ্ধতিতে চাষ করলে একটি পোল থেকে অপর পোলের দূরত্ব আট ফিট রাখতে হবে।

advertisement

আরও পড়ুন-            একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-            স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি

View More

চারা লাগানোর পর প্রতি সপ্তাহে একবার করে জল দিতে হবে গাছে। সপ্তাহে একদিন করে ছত্রাক নাশক স্প্রে করতে হবে। এই পদ্ধতিতে চাষ ও পরিচর্যা নিয়মিত করলে এক বছরের মধ্যে বাগানে ফুল ও ফল ধরতে শুরু করবে। ড্রাগন চাষী কার্তিক রাম বলেন, ছয় থেকে সাত মাস নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলে গাছ পরিপূর্ণ হবে ফুলও ফলে। সঙ্গে ব্যাপক ফলন পাবেন।

advertisement

যদি কোনও চাষের পুরনো ড্রাগন বাগান থাকে তাহলে সেই বাগানকে সঠিক পরিচর্যা করতে পারলে আগামীতে ভাল ফল আসবে। এখন শীতের মরশুম। গাছের বৃদ্ধি তেমন একটা হবে না। তাই এই মুহূর্তে আগাছা পরিষ্কার ও পরিচর্যা করতে হবে। ফেব্রুয়ারি বা মার্চ পড়লেই জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে। নিয়মিত সঠিক পদ্ধতিতে জৈব সার প্রয়োগ করলে প্রতিটি গাছের নতুন ডগা গজাবে। সতেজ হয়ে উঠবে গাছ। বাগানে ভাল ফলন হবে। এই পদ্ধতিতে বাগানের পরিচর্যা করছেন মালদহের বামোনগোলা ব্লকের ড্রাগন চাষী কার্তিক রাম। বর্তমানে তিনি জেলার একজন সফল ড্রাগন চাষী। আশেপাশের ড্রাগন চাষীদের তিনি এখন প্রশিক্ষণও দেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dragon Fruit Cultivation: এই ফল চাষ করেই হচ্ছে বিরাট লাভ! ফলন পাবেন প্রচুর, শুধু জেনে নিন ছোট্ট একটি কৌশল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল