TRENDING:

Jalpaiguri News: অল্প জায়গাতেই এই ফল চাষ করলে হুহু করে আসবে লাখ-লাখ টাকা! রইল টিপস্

Last Updated:

Jalpaiguri News: অল্প জায়গায় এই ফলের চাষ করতে পারেন।খুব বেশি সময় দিতে হবে না, না করতে হবে বেশি খরচ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সাধারণ মানুষের অবসর সময়ে কিছু না কিছু করার মন হয়েই থাকে। কিন্তু সেই কিছু করার মধ্যে দিয়ে যদি অর্থ লাভ হয় তাতে মন্দ কী! আর যদি চাষ করা আপনার শখ হয়। আপনি সেটাও করতে পারেন। কিন্তু জায়গা নিয়ে ভাবছেন? বেশি ভাবতে হবে না। অল্প জায়গায় এই ফলের চাষ করতে পারেন।খুব বেশি সময় দিতে হবে না, না করতে হবে বেশি খরচ। এটি ড্রাগন ফলের চাষ।
advertisement

ইতিমধ্যে বাংলা জুড়ে এই ফলের চাষে অনেকে লাভের মুখ দেখেছে। যার ফলে অনেকেই উৎসাহিত হচ্ছেন এই ফলের চাষে।শুধু সঠিকভাবে জানতে হবে কিভাবে চাষ করতে হয় এই ফলকে। বিদেশি ফল হলেও ভারতের দেশ চাহিদা এখন অনেকটাই, কারণ ভারতে বাজারে এর চাহিদা একটু বেড়েছে।

এই ফল আপনি আপনার বাড়ির ছাদে চাষ করতে পারেন। এই ফল সব ধরনের মাটিতেই চাষ করা যায়। তবে করবেন কীভাবে? জৈব পদার্থসমৃদ্ধ বেলে-দোঁআশ মাটিই ড্রাগন ফল চাষের জন্য উত্তম। ছাদে ড্রাগন ফলের কাটিং লাগানোর জন্য ড্রাম বা টব সংগ্রহ করতে হবে । ড্রামের তলায় ৩-৫ টি ছিদ্র করে নিতে হবে । যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে।

advertisement

View More

আরও পড়ুন: জেলের ভিতরে কী করেন কুন্তল! এবার সেটাও জানতে চায় CBI, আদালতের বড় নির্দেশে তোলপাড়

আরও পড়ুন: দারুণ দুর্যোগ! উত্তর সিকিমে ভয়াবহ অবস্থা, আটকে বহু পর্যটক, উদ্ধারে তৎপর সেনা

জলপাইগুড়ি টোপামারিতে এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক মলয়বাবু বাড়িতে ছাদের মধ্যে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন ধরনের ড্রাগন ফ্রুটের চারা নিয়ে এসে চাষ করছেন। তার ভালো ফলন হচ্ছে এখন এবং সেই ফলনের প্রতি ৩০০ টাকা কেজি দরে বিক্রয় করছেন তিনি, লাভের মুখ দেখছেন তিনি ।এ বিষয় নিয়ে মলয় রায় বলেন, পুরোপুরি জৈব পদ্ধতিতে চাষাবাদ করছি এই ড্রাগন ফল। জৈব সারেই ভালো ফলন আসছে। খরচও তেমন নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jalpaiguri News: অল্প জায়গাতেই এই ফল চাষ করলে হুহু করে আসবে লাখ-লাখ টাকা! রইল টিপস্
Open in App
হোম
খবর
ফটো
লোকাল