ইতিমধ্যে বাংলা জুড়ে এই ফলের চাষে অনেকে লাভের মুখ দেখেছে। যার ফলে অনেকেই উৎসাহিত হচ্ছেন এই ফলের চাষে।শুধু সঠিকভাবে জানতে হবে কিভাবে চাষ করতে হয় এই ফলকে। বিদেশি ফল হলেও ভারতের দেশ চাহিদা এখন অনেকটাই, কারণ ভারতে বাজারে এর চাহিদা একটু বেড়েছে।
এই ফল আপনি আপনার বাড়ির ছাদে চাষ করতে পারেন। এই ফল সব ধরনের মাটিতেই চাষ করা যায়। তবে করবেন কীভাবে? জৈব পদার্থসমৃদ্ধ বেলে-দোঁআশ মাটিই ড্রাগন ফল চাষের জন্য উত্তম। ছাদে ড্রাগন ফলের কাটিং লাগানোর জন্য ড্রাম বা টব সংগ্রহ করতে হবে । ড্রামের তলায় ৩-৫ টি ছিদ্র করে নিতে হবে । যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে।
advertisement
আরও পড়ুন: জেলের ভিতরে কী করেন কুন্তল! এবার সেটাও জানতে চায় CBI, আদালতের বড় নির্দেশে তোলপাড়
আরও পড়ুন: দারুণ দুর্যোগ! উত্তর সিকিমে ভয়াবহ অবস্থা, আটকে বহু পর্যটক, উদ্ধারে তৎপর সেনা
জলপাইগুড়ি টোপামারিতে এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক মলয়বাবু বাড়িতে ছাদের মধ্যে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন ধরনের ড্রাগন ফ্রুটের চারা নিয়ে এসে চাষ করছেন। তার ভালো ফলন হচ্ছে এখন এবং সেই ফলনের প্রতি ৩০০ টাকা কেজি দরে বিক্রয় করছেন তিনি, লাভের মুখ দেখছেন তিনি ।এ বিষয় নিয়ে মলয় রায় বলেন, পুরোপুরি জৈব পদ্ধতিতে চাষাবাদ করছি এই ড্রাগন ফল। জৈব সারেই ভালো ফলন আসছে। খরচও তেমন নেই।
সুরজিৎ দে