আরও পড়ুন: ২০২২-২৩ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন? দেখে নিন কী ডকুমেন্ট দরকার
পেট্রোলিয়াম সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, দিল্লিতে এখন বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ১০৫৩ টাকা প্রতি সিলিন্ডার হয়েছে ৷ এর আগে ১৪.২ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০৩ টাকা ছিল ৷ দিল্লিতে গত এক বছরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ২১৫ টাকা বাড়ানো হয়েছে ৷ এর জেরে গ্যাসের দাম ৮৩৪.৫০ টাকা থেকে বেড়ে ১০০৩ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: চার-চাকা কেনার দারুণ সুযোগ! ৭০০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এই গাড়িগুলি
দিল্লিতে এর আগে ১৯ মে ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ৪ টাকা বেড়েছিল ৷ তার আগে ৭ মে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে ৷ এর জেরে সেই সময় গ্যাসের দাম ৯৯৯.৫০ টাকা হয়ে গিয়েছিল ৷
৫ কিলোর সিলিন্ডারের দামও বাড়ল
পেট্রোলিয়াম সংস্থাগুলি বুধবার সকালে ৫ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে ৷ এদিন সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ানো হয়েছে প্রতি সিলিন্ডারের ৷ এছাড়া ১৯ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা কমানো হয়েছে ৷ এই মাসের শুরুতেই বিপুল দাম কমানো হয়েছিল এবং কর্মাশিয়াল সিলিন্ডার আরও সস্তা হয়ে গিয়েছে ৷ বেশ কয়েকদিন আগে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৯৮ টাকা কমানো হয়েছিল যার জেরে দিল্লিতে ২০২১ টাকা হয়েছে ৷
কোন শহরে কত হল রান্নার গ্যাসের দাম
রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য সবচেয়ে বেশি দাম কলকাতায় ৷ এখানে ১৪.২ কিলোগ্রাম গ্যাসের দাম ১০৭৯ টাকা ৷ চেন্নাইয়ে ৫০ টাকা দাম বেড়ে ১০৬৮.৫০ টাকা হয়েছে ৷ মুম্বইবাসীদের রান্নার গ্যাসের দামের জন্য সবচেয়ে কম টাকা দিতে হয় ৷ প্রতি সিলিন্ডারে র দাম ১০৫২.৫০ টাকা ৷