দেখে নেওয়া যাক ইংরেজি E অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
আরও পড়ুন: বন্দে ভারত থেকে বুলেট ট্রেন; রেল বাজেট ২০২৩-এ কী কী ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী
- এই জাতক-জাতিকারা খোলামেলা স্বভাবের হন, তাঁরা সামাজিকতা পছন্দ করেন।
advertisement
- যে কোনও মূল্যে তাঁরা সত্য অনুসরণের পক্ষপাতী।
- এঁদের সৃজনশীলতা অনবদ্য, তার রূপায়ণেও এঁরা দক্ষ।
- বুদ্ধি এবং শক্তির সমন্বয় এঁদের সাফল্যে পৌঁছে দেয়।
- নতুন বিষয়ের সঙ্গে এঁরা ক্রমাগত নিজেদের খাপ খাইয়ে নেন।
- এঁরা কঠোর পরিশ্রম করতে জানেন, কোনও ভাবেই হাল ছাড়েন না।
- যে কোনও কাজ এঁরা নিখুঁত ভাবে সম্পন্ন করতে চান।
- সম্পত্তিগত ক্ষেত্রে সব সময়েই এঁরা বৈষয়িক মনোভাবের পরিচয় দেন।
সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:
- সকালে সবুজ ঘাসের ওপরে খালি পায়ে হাঁটতে হবে।
- সবুজ এবং অ্যাকোয়া রঙ এঁদের পক্ষে শুভ, অতএব সঙ্গে রাখা দরকার।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতে কিছুটা হলেও স্বস্তি,সোনা-রুপোর দামে সুখবর! কততে এসে ঠেকল বাজারদর
আর যদি নাম শুরু হয় ইংরেজি F অক্ষর দিয়ে?
- এই জাতক-জাতিকারা ঘরোয়া স্বভাবের হয়ে থাকেন।
- এঁদের স্বভাব শিশুর মতো হয়ে থাকে, আচরণও- তবে তা অন্যদের মন কেড়ে নেয়।
- এঁরা নীতিবাদী, অন্যের ভাল করতে চান সব সময়েই।
- এঁরা দানশীল স্বভাবের হয়ে থাকেন।
- সহজ সরল স্বভাবের জন্য সতর্ক না থাকলে এঁদের ঠকতেও হয়।
- পরিবার হোক বা কর্মক্ষেত্র- এঁদের মতো সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার।
- এঁরা বিশ্বাসযোগ্য এবং শান্তিপ্রিয় হয়ে থাকেন।
- এঁদের মধ্যে পূর্ণ দেশপ্রেমের দেখা মেলে।
সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:
- গৃহকর্মীদের তাঁদের শিক্ষা এবং অন্য বিষয়ে সাহায্য করা দরকার।
- আকাশি নীল এবং গোলাপি রঙ এঁদের পক্ষে শুভ, অতএব সঙ্গে রাখা দরকার।