TRENDING:

১ বা ২ নয় পুরো ১৩২ কোটি টাকা দাম গাড়ির নম্বরের, জানেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর কী?

Last Updated:

একটি নির্দিষ্ট সময়ের জন্য এই নম্বর দেওয়া হয়ে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রত্যেকেই চায় যে তার গাড়ি সব থেকে স্পেশ্যাল হোক ৷ এর জন্য অনেকেই গাড়িটি বাকিদের থেকে আলাদা করার প্রচেষ্টায় অনেক মডিফিকেশন করিয়ে থাকে ৷ এছাড়া অনেকেই গাড়ির জন্য ভিআইপি নম্বর (Car Vip Number Plate) বাড়তি টাকা দিয়েও কিনে থাকে ৷ অনেকে আবার নিজেদের লাকি নম্বর বা জন্মদিনের সঙ্গে মিলিয়ে গাড়ির নম্বর সিলেক্ট করে থাকে ৷ আমাদের দেশে ভিআইপি নম্বর প্লেটের একটি আলাদা ক্রেজ রয়েছে ৷ এর জন্য বেশ মোটা টাকা দিতে হয় ৷ কিন্তু আপনি কী জানেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর কী এবং তার দাম ৷
advertisement

বিশ্বের সবচেয়ে দামি নম্বর প্লেট হচ্ছে F1 ৷ এর দাম প্রায় ১৩২ কোটি টাকা ৷ F1 নম্বরটি সবচেয়ে জনপ্রিয় মোটরস্পোর্ট ইভেন্ট ফর্মুলা ১ রেসিং-এ দেখা যায় ৷ ইউনাইটেড কিংডমের এক ব্যক্তি এই  বিশেষ নম্বর প্লেটের জন্য বিপুল মোটা অঙ্কের টাকা দিয়েছে ৷ ইউকে-তে F1 রেজিস্ট্রেশন নম্বর প্লেট অত্যন্ত জনপ্রিয় ৷ একটি নির্দিষ্ট সময়ের জন্য এই নম্বর দেওয়া হয়ে থাকে ৷

advertisement

আরও পড়ুন: দাম বেড়ে গেল পেট্রোল-ডিজেলের, চেক করে নিন আপনার শহরে জ্বালানির লেটেস্ট দাম

আরও পড়ুন: এই যোজনায় স্বামী-স্ত্রী পেয়ে যাবেন ৫৯,৪০০ টাকা, মিলবে ডবল সুবিধা

অত্যন্ত স্পেশ্যাল এই নম্বরটি-

এই রেজিস্ট্রেশন নম্বরে F1 ছাড়া আরও কোনও অক্ষর ব্যবহার করা হয় না ৷ বিশ্বের যে কোনও গাড়ির জন্য এটা সবচেয়ে ছোট রেজিস্ট্রেশন নম্বরের মধ্যে একটি ৷ এই রেজিস্ট্রেশেন হাইএন্ড গাড়ি যেমন বুগাটি ভেরন, মার্সিডিজ-ম্যাকলারেন SLR এ দেখা যায় ৷

advertisement

২০০৮ এ নিলামি

১৯০৪ সালের পর এই রেজিস্ট্রেশন প্লেট Essex City Council-এর কাছে ছিল ৷ পরে তা ২০০৮ এ নিলামির জন্য রাখা হয় ৷ বর্তমান সময়ে এই নম্বর ব্রিটেনের কার মডিফিকেশন সংস্থা Kahn Designs এর মালিক অফজল খানের কাছে রয়েছে ৷ উনি জানিয়েছেন, বুগাটি ভেরনের জন্য তিনি এই নম্বরটি কিনেছেন এবং এর জন্য প্রায় ১৩২ কোটি টাকা দিয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ বা ২ নয় পুরো ১৩২ কোটি টাকা দাম গাড়ির নম্বরের, জানেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল