TRENDING:

১ বা ২ নয় পুরো ১৩২ কোটি টাকা দাম গাড়ির নম্বরের, জানেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর কী?

Last Updated:

একটি নির্দিষ্ট সময়ের জন্য এই নম্বর দেওয়া হয়ে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রত্যেকেই চায় যে তার গাড়ি সব থেকে স্পেশ্যাল হোক ৷ এর জন্য অনেকেই গাড়িটি বাকিদের থেকে আলাদা করার প্রচেষ্টায় অনেক মডিফিকেশন করিয়ে থাকে ৷ এছাড়া অনেকেই গাড়ির জন্য ভিআইপি নম্বর (Car Vip Number Plate) বাড়তি টাকা দিয়েও কিনে থাকে ৷ অনেকে আবার নিজেদের লাকি নম্বর বা জন্মদিনের সঙ্গে মিলিয়ে গাড়ির নম্বর সিলেক্ট করে থাকে ৷ আমাদের দেশে ভিআইপি নম্বর প্লেটের একটি আলাদা ক্রেজ রয়েছে ৷ এর জন্য বেশ মোটা টাকা দিতে হয় ৷ কিন্তু আপনি কী জানেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর কী এবং তার দাম ৷
advertisement

বিশ্বের সবচেয়ে দামি নম্বর প্লেট হচ্ছে F1 ৷ এর দাম প্রায় ১৩২ কোটি টাকা ৷ F1 নম্বরটি সবচেয়ে জনপ্রিয় মোটরস্পোর্ট ইভেন্ট ফর্মুলা ১ রেসিং-এ দেখা যায় ৷ ইউনাইটেড কিংডমের এক ব্যক্তি এই  বিশেষ নম্বর প্লেটের জন্য বিপুল মোটা অঙ্কের টাকা দিয়েছে ৷ ইউকে-তে F1 রেজিস্ট্রেশন নম্বর প্লেট অত্যন্ত জনপ্রিয় ৷ একটি নির্দিষ্ট সময়ের জন্য এই নম্বর দেওয়া হয়ে থাকে ৷

advertisement

আরও পড়ুন: দাম বেড়ে গেল পেট্রোল-ডিজেলের, চেক করে নিন আপনার শহরে জ্বালানির লেটেস্ট দাম

আরও পড়ুন: এই যোজনায় স্বামী-স্ত্রী পেয়ে যাবেন ৫৯,৪০০ টাকা, মিলবে ডবল সুবিধা

অত্যন্ত স্পেশ্যাল এই নম্বরটি-

এই রেজিস্ট্রেশন নম্বরে F1 ছাড়া আরও কোনও অক্ষর ব্যবহার করা হয় না ৷ বিশ্বের যে কোনও গাড়ির জন্য এটা সবচেয়ে ছোট রেজিস্ট্রেশন নম্বরের মধ্যে একটি ৷ এই রেজিস্ট্রেশেন হাইএন্ড গাড়ি যেমন বুগাটি ভেরন, মার্সিডিজ-ম্যাকলারেন SLR এ দেখা যায় ৷

advertisement

২০০৮ এ নিলামি

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

১৯০৪ সালের পর এই রেজিস্ট্রেশন প্লেট Essex City Council-এর কাছে ছিল ৷ পরে তা ২০০৮ এ নিলামির জন্য রাখা হয় ৷ বর্তমান সময়ে এই নম্বর ব্রিটেনের কার মডিফিকেশন সংস্থা Kahn Designs এর মালিক অফজল খানের কাছে রয়েছে ৷ উনি জানিয়েছেন, বুগাটি ভেরনের জন্য তিনি এই নম্বরটি কিনেছেন এবং এর জন্য প্রায় ১৩২ কোটি টাকা দিয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ বা ২ নয় পুরো ১৩২ কোটি টাকা দাম গাড়ির নম্বরের, জানেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল