TRENDING:

Gold Gift Tax: গিফ্টে পাওয়া সোনার উপরেও দিতে হবে ট্যাক্স ? জেনে নিন নিয়ম...

Last Updated:

সোনায় বিনিয়োগ করলে দিতে হবে কর (Tax on Gold Investment)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যে কোনও অনুষ্ঠানেই সোনার চাহিদা সব সময়ে তুঙ্গে থাকে ৷ ভারতীয় বিয়েতে মোট খরচের একটি বড় অংশ সোনার উপরে করা হয়ে থাকে ৷ এর পাশাপাশি নিকট আত্মীয়দের শুভ অনুষ্ঠানে সোনা উপহাক দেওয়ার প্রথাও চলে আসছে যুগ যুগ ধরে ৷ ফলে সোনার দাম যতই আকাশছোঁয়া হোক না কেন সোনার চাহিদায় কোনও কমতি নেই ৷
advertisement

আরও পড়ুন: প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা নেই ? পড়তে পারেন বড়সড় সমস্যায়

আমাদের দেশে গিফ্ট আইটেমের (Tax on Gift) উপরে কোনও ট্যাক্স লাগে না ৷ কিন্তু সোনাকে এর বাইরে রাখা হয়েছে ৷ উপহারে দেওয়া সোনা ট্যাক্স ফ্রি হয় না ৷ একটি নির্দিষ্ট লিমিটের পর উপহারে পাওয়া সোনার উপরে ট্যাক্স দিতে হয় ৷ গোল্ড, ফিজিক্যাল গোল্ড, পেপার গোল্ড বিভিন্ন ভাবে সোনায় ইনভেস্ট করা যায় ৷ সোনায় করা ইনভেস্টমেন্ট এবং তার থেকে হওয়া আয়ের উপরে ট্যাক্স দিতে হয় ৷

advertisement

সোনায় বিনিয়োগ করলে দিতে হবে কর (Tax on Gold Investment)

ফিজিক্যাল গোল্ড যেমন গয়না, বিস্কুট, কয়েন বা সোনার বারে ইনভেস্ট করলে তার উপরে ট্যাক্সের নিয়ম আলাদা হয় ৷ সোনা কেনার সময় আপনাকে জিএসটি দিতে হয় ৷ কোনও ব্যক্তি সোনা বিক্রি করলে ২০ শতাংশ হিসেবে ট্যাক্স দিতে হবে ৷ সোনার বিক্রির উপরে লং টার্ম ক্যাপিটাল গেইন LTCG হিসেবে ৪ শতাংশ সেস আলাদা দিতে হয় ৷ সোনা কেনার ৩৬ মাসের মধ্যে সেটি বিক্রি করলে তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এর অধীনে আসবে ৷ ৩৬ মাসের পর LTCG হিসেবে ট্যাক্স দিতে হবে ৷

advertisement

আরও পড়ুন: হোম লোন নেওয়ার সময় কী কী প্রয়োজনীয় নথি জমা দিতে হয়?

এই ক্ষেত্রে লাগবে না কোনও ট্যাক্স-

কিছু ক্ষেত্রে উপহারে পাওয়া সোনা পুরোপুরি ট্যাক্স ফ্রি (Tax Free Gold) হয় ৷ পরিবারের সদস্যদের তরফে দেওয়া সোনা ট্যাক্সের আওতার বাইরে পরে ৷ মেয়ের বিয়ে বাবার দেওয়া সোনা বা সন্তানের জন্মদিনে উপহার হিসেবে দেওয়া সোনার উপরে কোনও ট্যাক্স লাগবে না ৷ গিফ্টে পাওয়া সোনার কোনও লিমিট হয় না ৷

advertisement

এই সোনায় লাগবে না কোনও ট্যাক্স-

বিয়েতে মেয়ে মায়ের তরফে সোনা দেওয়া এই রীতি বংশ পরম্পরা হিসেবে চলে আসছে ৷ এই ধরনের উপহারের ক্ষেত্রে কোনও ট্যাক্স লাগে না ৷

আরও পড়ুন: অবসরের পরেও মাসে ৫ লাখ টাকা পেনশন, সুনিশ্চিত করছে এই স্কিম!

কোন সোনায় দিতে হবে ট্যাক্স

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপনি যদি কোনও বন্ধু বা দূর সম্পর্কের কোনও আত্মীয়র থেকে সোনা গিফ্টে পেয়ে থাকেন সে ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে ৷ ইনকাম ফর্ম আদার সোর্সের আওতায় আসবে এই ট্যাক্স ৷ এই সোনায় ট্যাক্স তখনই লাগবে যখন সোনার মূল্য ৫০,০০০ টাকার বেশি লাগবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Gift Tax: গিফ্টে পাওয়া সোনার উপরেও দিতে হবে ট্যাক্স ? জেনে নিন নিয়ম...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল