TRENDING:

PPF, NPS, SSY অ্যাকাউন্ট রয়েছে? তা-হলে ৩১ মার্চের মধ্যে সেরে ফেলতে হবে এই জরুরি কাজটা!

Last Updated:

দেখে নেওয়া যায়, এই তিন ধরনের স্কিমের ক্ষেত্রে অ্যাকাউন্টে বার্ষিক ন্যূনতম কত টাকা বিনিয়োগ করা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মার্চ মাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হবে ট্যাক্স সেভিং সিজনও। ফলে যাঁরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)-এর মতো স্কিমে বিনিয়োগ করেন, তাঁদের এই মাসটা শেষ হওয়ার আগে একটা জরুরি কাজ সেরে ফেলতে হবে। সবার আগে দেখে নিতে হবে, অ্যাকাউন্টে সর্বনিম্ন পরিমাণ অর্থ জমা করা হয়েছে কি না।
advertisement

আসলে একটি গোটা অর্থবর্ষে যদি ন্যূনতম পরিমাণ অর্থ জমা না-করা হয়, তা-হলে পিপিএফ, এনপিএস এবং এসএসওয়াই-এর মতো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। পরে যদিও এই স্মল সেভিং স্কিম অ্যাকাউন্ট পুনরায় খোলা যায়, তবে সে-ক্ষেত্রে জরিমানা প্রদান করতে হবে। দেখে নেওয়া যায়, এই তিন ধরনের স্কিমের ক্ষেত্রে অ্যাকাউন্টে বার্ষিক ন্যূনতম কত টাকা বিনিয়োগ করা যাবে।

advertisement

আরও পড়ুন: ৩১ মার্চের মধ্যে সেরে ফেলতে হবে কাজগুলো; ভুলে যাননি তো? দেখে নিন এক নজরে!

পিপিএফ অ্যাকাউন্ট:

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী, একটি গোটা অর্থবর্ষে প্রত্যেক গ্রাহকের ন্যূনতম ৫০০ টাকা এই অ্যাকাউন্টে রাখা উচিত। এতে পিপিএফ অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। অর্থাৎ এই পরিমাণ টাকা বছরে না-রাখা হলে পিপিএফ অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। তবে এই অ্যাকাউন্ট পুনরায় খোলা সম্ভব। তার জন্য জরিমানা স্বরূপ ৫০ টাকা প্রদান করতে হবে।

advertisement

আরও পড়ুন: এখনও করাননি PAN-আধার লিঙ্ক? দেখে নিন কী কী সমস্যায় পড়বেন আপনি!

এনপিএস অ্যাকাউন্ট:

এনপিএস-এর নিয়ম অনুযায়ী, টিয়ার-১ এনপিএস অ্যাকাউন্টে বিনিয়োগকারীকে একটি গোটা অর্থবর্ষে ন্যূনতম ১০০০ টাকা জমা করতেই হবে। তবে এনপিএস-এর টিয়ার-২ অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ডিপোজিট সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হয় না। টিয়ার-১ এনপিএস অ্যাকাউন্টে যদি একটা আর্থিক বছরে ন্যূনতম পরিমাণ অর্থ জমা করা না-হয়, তা-হলে তা বন্ধ হয়ে যাবে। যদিও আবার তা খোলা সম্ভব। সে-ক্ষেত্রে ওই ন্যূনতম পরিমাণ অর্থাৎ ১০০০ টাকা জমা করতে হবে এবং জরিমানা স্বরূপ ১০০ টাকা প্রদান করতে হবে।

advertisement

এসএসওয়াই অ্যাকাউন্ট:

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

এসএসওয়াই অ্যাকাউন্টে একটা গোটা আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতেই হবে। আর না-করলে অ্যাকাউন্টটা অচল হয়ে যাবে। তবে এই অ্যাকাউন্ট পুনরায় খোলা যাবে। সে-ক্ষেত্রে বার্ষিক ন্যূনতম পরিমাণ অর্থ অর্থাৎ ২৫০ টাকা জমা করতে হবে এবং জরিমানা স্বরূপ ৫০ টাকা প্রদান করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PPF, NPS, SSY অ্যাকাউন্ট রয়েছে? তা-হলে ৩১ মার্চের মধ্যে সেরে ফেলতে হবে এই জরুরি কাজটা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল