আরও পড়ুন: দৈনিক মাত্র ২ টাকা জমা দিলেও পাওয়া যাবে ৩৬,০০০ টাকা সরকারি পেনশন, কীভাবে জেনে নিন
কারা পেতে পারে এই সাবসিডি-
যে সকল গ্রাহকের আয় প্রতি বছর ১০ লাখ টাকার বেশি তাদের এলপিজি সিলিন্ডারের সাবসিডি দেওয়া হয় না। প্রতি বছর ১০ লাখ টাকার এই আয় স্বামী এবং স্ত্রী দু'জনের উপার্জন মিলিয়ে ধরা হয়।
advertisement
সাবসিডির পরিমাণ-
বর্তমানে ঘরের কাজে ব্যবহারের গ্যাস সিলিন্ডারে অনেক কম সাবসিডি পাওয়া যায়। এখন গ্রাহকরা প্রায় ৭৯.২৬ টাকা করে সাবসিডি পাচ্ছে।
আরও পড়ুন- বাজারে শুরু হয়েছে ওঠানামা; এক নজরে দেখে নিন ক্রিপ্টোকারেন্সির বর্তমান বাজারদর
এক সময়ে এই সাবসিডির পরিমাণ ছিল প্রায় ২০০ টাকা। যা কমতে কমতে এখন ৭৯.২৬ টাকায় এসে দাঁড়িয়েছে। কিন্তু কিছু সংখ্যক গ্রাহক প্রায় ১৫৮.৫২ টাকা বা ২৩৭.৭৮ টাকা করে সাবসিডি পাচ্ছে।
এলপিজি সিলিন্ডারের সাবসিডি পাওয়ার উপায়
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে এই ওয়েবসাইট- http://mylpg.in/। এরপর এখানে নিজেদের এলপিজি আইডির নম্বর লিখতে হবে।
স্টেপ ২ - যে গ্রাহক যেই কোম্পানির এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে, তাকে সেই কোম্পানির সমস্ত বিবরণ দিতে হবে।
স্টেপ ৩ - এর পর নিজেদের ১৭ সংখ্যার এলপিজি আইডি এবং রেজিস্টার মোবাইল নম্বর এন্টার করতে হবে।
স্টেপ ৪ - এর পর সেখানে দেওয়া ক্যাপচা কোড এন্টার করে ক্লিক করতে হবে।
স্টেপ ৫ - এরপর এন্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে।
স্টেপ ৬ - এর পর সেখানে একটি ইমেল আইডি এন্টার করতে হবে এবং পাসওয়ার্ড বানাতে হবে।
স্টেপ ৭ - ইমেল আইডি এন্টার করে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর, সেই ইমেল আইডিতে একটি লিঙ্ক চলে আসবে। এর পর নিজেদের মেল আইডি খুলে সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
স্টেপ ৮ - এর পর আবার mylpg.in এ লগ ইন করে নিজেদের ডিটেলস দিতে হবে।
স্টেপ ৯ - এর পর সিলিন্ডার বুকিং হিস্ট্রি/সাবসিডি ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে।