TRENDING:

Pan-Aadhaar linking : আর মাত্র তিনদিন, প্যান ও আধার লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা

Last Updated:

Pan Aadhaar Link: প্যান ও আধার লিঙ্ক না করালে ৩১ মার্চের পর আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চলতি অর্থবর্ষ শেষ হতে আর বাকি মাত্র দু’দিন আর এর সঙ্গেই একাধিক গুরুত্বপূর্ণ কাজের ডেডলাইন শেষ হয়ে যাবে ৷ এর মধ্যে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে প্যান ও আধার (Pan-Aadhaar linking) লিঙ্ক করা ৷
advertisement

এখনও পর্যন্ত আধার ও প্যান লিঙ্ক লিঙ্ক না করিয়ে থাকলে ৩১ মার্চের আগে শীঘ্রই এই কাজটি সেরে নিন ৷ ডেডলাইন মিস করলে না কেবল আপনার ফিন্যান্সিয়াল ট্রানজাকশন, লেনদেনের সঙ্গে যুক্ত অন্যান্য কাজে সমস্যা হবে বরং জরিমানাও দিতে হতে পারে ৷ বিশেষজ্ঞদের মতে প্যান-আধার লিঙ্ক করা ডিজিটাল ক্ষেত্রে সবচেয়ে জরুরি ৷

advertisement

আরও পড়ুন: আরও বিপুল সস্তা হল সোনা, দেখে নিন আজকে ১০ গ্রামের লেটেস্ট রেট

প্যান ও আধার লিঙ্ক না করালে ৩১ মার্চের পর আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ সে ক্ষেত্রে আপনি কোনও আর্থিক লেনদেন করতে পারবেন না যেখানে প্যান নম্বরের দরকার পড়বে না ৷ যে কোনও ব্যক্তি যিনি ভারতে কোনও একটি অর্থবর্ষে ১৮২ দিন কাটাবেন তার জন্য আধার তৈরি করার দরকার পড়বে ৷ এবং সেই ব্যক্তির ক্ষেত্রে আধার ও প্যান লিঙ্ক করা জরুরি ৷

advertisement

আরও পড়ুন: বাড়ানো হল রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা

ডেডলাইন পর্যন্ত লিঙ্ক না করালে ....

ডেডলাইনের মধ্যে লিঙ্ক না করালে আয়কর ধারা 234H অনুযায়ী, ১০০০ টাকার জরিমানা দিতে হবে ৷শুধু তাই নয় প্যান ও আধার লিঙ্ক না থাকলে আয়কর রিটার্ন দিতে পারবেন না ৷ রিটার্ন জমা না দিলে ইনকাম ট্যাক্স ধারা 234F অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে ৷

advertisement

আরও পড়ুন: বড় সুখবর, মোদি সরকার বাড়াল e-KYC-র ডেডলাইন, জেনে নিন নয়া ডেট

ডেডলাইনের পরও মিলবে সুযোগ-

৩১ মার্চের পরও অবশ্য প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন ৷ এর জন্য 234H অনুযায়ী, নির্দিষ্ট শুল্ক বা জরিমানা দিতে হবে ৷

প্যান ও আধার লিঙ্ক করার দুটি উপায় রয়েছে -

১. ওয়েবসাইটের মাধ্যমে-

advertisement

-প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে ৷

- আধার কার্ডে দেওয়া নাম, প্যান নম্বর ও আধার নম্বর দিতে হবে ৷

- আধার কার্ডে কেবল জন্মের বছর দেওয়া থাকলে স্কোয়্যারে ঠিক করতে হবে ৷

- এবার ক্যাপচা কোড দিতে হবে ৷

- এরপর Link Aadhaar বটনে ক্লিক করতে হবে ৷

- ক্লিক করতে আপনার প্যান ও আধার লিঙ্ক হয়ে যাবে ৷

২. SMS পাঠিয়ে প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

UIDPAN টাইপ করে ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে ১০ সংখ্যার প্যান নম্বর লিখে 567678 বা 56161 নম্বরে এসএমএস পাঠালেই আপনার আধার ও প্যান লিঙ্ক হয়ে যাবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar linking : আর মাত্র তিনদিন, প্যান ও আধার লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল