TRENDING:

টাকার দরকার পড়লে কীভাবে PF অ্যাকাউন্ট থেকে তুলবেন টাকা ? জেনে নিন পুরো পদ্ধতি....

Last Updated:

এই ভাবে তুলতে পারবেন পিএফ-এর টাকা -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আচমকা টাকার দরকার পড়লে সাধারনত সকলেই লোন নিয়ে থাকেন ৷ তবে আপনি যদি চাকুরিজীবী হন এবং প্রতি মাসে আপনার বেতন থেকে পিএফ-এর টাকা কাটা হলে দরকারে পিএফ অ্যাকাউন্ট থেকেও টাকা তুলতে পারবেন ৷  দরকারে টাকা তোলার বিষয়ে সাবস্ক্রাইবার্সদের ছাড় দিয়ে থাকে EPFO  ৷
advertisement

আরও পড়ুন: হোম লোন নেওয়ার সময় কী কী প্রয়োজনীয় নথি জমা দিতে হয়?

দু’ মাসের বেশি চাকরি না থাকলে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ৷ এছাড়া অসুস্থতা, সন্তানদের পড়াশোনা থেকে বাড়ি বানানোর জন্য পিএফ-এর টাকা ব্যবহার করতে পারবেন ৷ কিন্তু টাকা তোলার কোনও সঠিক কারন না থাকলে পিএফ অ্যাকাউন্ট থেকে বেশি টাকা তুলতে পারবেন না ৷

advertisement

আরও পড়ুন: গিফ্টে পাওয়া সোনার উপরেও দিতে হবে ট্যাক্স ? জেনে নিন নিয়ম...

এই ভাবে তুলতে পারবেন পিএফ-এর টাকা -

১. ইউএএন (UAN) পোর্টালে গিয়ে লগইন করতে হবে ৷ ক্যাপচা কোড এন্টার করে সাইন ইন করতে হবে ৷

২. এবার টপ মেনুতে অনলাইন সার্ভিসেস ট্যাবে গিয়ে ক্লেম (Form 31, 19 ও 10C)’ অপশনে ক্লিক করতে হবে ৷

advertisement

৩. এখানে মেম্বার্স ডিটেল, KYC ডিটেলের সঙ্গে একটি নতুন পেজে নিয়ে যাবে ৷ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ও ভেরিফাই বটনে ক্লিক করতে হবে ৷ এবার আপনার টাকা তোলার কারণ দিতে হবে ৷

৪. সার্টিফিকেট অফ আন্ডারটেকিং নামে একটি পপ আপ দেখা যাবে ৷ সেখানে হ্যাঁ-র উপরে ক্লিক করতে হবে ৷

advertisement

৫. ফের ড্রপডাউন মেনুতে গিয়ে ‘আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর’ অপশনে সিলেক্ট করতে হবে এবং ‘কেবল পিএফ উইথড্রয়েল (Form 19)’ অপশন সিলেক্ট করতে হবে ৷

৬. অ্যাড্রেস সেকশন ফিল আপ করে আপনার পাসবুক বা চেকবুক স্ক্যান করে কপি আপলোড করতে হবে ৷

আরও পড়ুন: প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা নেই ? পড়তে পারেন বড়সড় সমস্যায়

advertisement

এই ভাবে অনলাইনে ট্রান্সফার করুন পিএফ অ্যাকাউন্ট -

-- প্রথমে EPFO মেম্বার পোর্টালে লগইন করতে হবে

--এরপর অনলাইন সার্ভিসে গিয়ে ওয়ান মেম্বার ওয়ান অ্যাকাউন্টে ক্লিক করে ট্রান্সফার রিকোয়েস্টে ক্লিক করতে হবে

--Get Details এ ক্লিক করার পর পুরনো এমপ্লয়মেন্টের ডিটেল ইনফর্মেশন আপনার সামনে চলে আসবে

--এবার প্রিভিয়াস বা কারেন্ট এমপ্লয়ারের মধ্যে যে কোনও একজনকে সিলেক্ট করতে হবে

-- এরপর UAN এ যে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েছেন তাতে ওটিপি পাওয়ার জন্য ‘Get OTP’-তে ক্লিক করতে হবে

-- ওটিপি দিয়ে এবার সাবমিট বটনে ক্লিক করতে হবে

-- যে এমপ্লয়ারকে সিলেক্ট করেছেন তিনি ভেরিফাই করার পর EPFO আপনার EPF অ্যাকাউন্টকে অনলাইন ট্রান্সফার করে দেবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

-- অ্যাকাউন্ট ট্রান্সফার হওয়ার পর নতুন এমপ্লয়ার ওই অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করতে পারবেন এবং আপনি ইপিএফও মেম্বার পোর্টালে সেটা চেক করতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকার দরকার পড়লে কীভাবে PF অ্যাকাউন্ট থেকে তুলবেন টাকা ? জেনে নিন পুরো পদ্ধতি....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল