TRENDING:

DAP Fertilizer: জমিতে আসল DAP-টাই দিচ্ছেন তো! সার আসল না নকল চিনবেন কী করে? এখনই জানুন

Last Updated:

DAP Fertilizer: জমিতে আসল DAP-টাই দিচ্ছেন তো! সার আসল না নকল চিনবেন কী করে? দেরি না করে এখনই জেনে নিন পুরো বিষয়টা, তাহলেই আর ঠকবেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শাহজাহানপুর: যে কোনও কৃষিতেই সার হল একটি গুরুত্বপূর্ণ অংশ। যেগুলির ব্যবহারে জমিতে ফসলের ফলন বৃদ্ধি পায়৷ এই সারগুলিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি থাকে৷ যেমন নাইট্রোজেন, পটাসিয়াম এবং ফসফরাস। এর প্রভাবে মাটির জল ধারণ ক্ষমতা ও উর্বরতা বৃদ্ধি পায়।
জমির উর্বরতা বৃদ্ধিতে সঠিক সারটাই দিচ্ছেন তো?
জমির উর্বরতা বৃদ্ধিতে সঠিক সারটাই দিচ্ছেন তো?
advertisement

এরকম একটি সার হল DAP৷ এতে নাইট্রোজেন এবং ফসফরাস উভয়ই থাকে। পাতা ও কান্ডের বৃদ্ধির জন্য নাইট্রোজেন অপরিহার্য, অন্যদিকে মূল, ফুল ও ফলের যত্ন নেয় ফসফরাস। DAP-এর ব্যবহারে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

আরও পড়ুন : বর্ষায় কীভাবে ফসলের খেয়াল রাখবেন কৃষকরা? এই টিপসগুলি মেনে চললেই কেল্লাফতে

advertisement

তবে বাজারে নকল মালের অভাব নেই৷ তাই কৃষকদের DAP কেনার সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি৷

জেলা কৃষি দফতরের কর্তা বিকাশ কিশোর স্থানীয় 18-কে বলেন যে, DAP মাটির গুণমান উন্নত করতে সাহায্য করে। এটি মাটিতে ফসফরাসের পরিমাণ বাড়ায়, যা মাটিকে আরও উর্বর করে তোলে। ডিএপিতে নাইট্রোজেন ও ফসফরাসের অনুপাত ডাল ও তৈলবীজ ফসলের জন্য সবচেয়ে উপযুক্ত। এটি গাছপালাকে সুস্থ রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

advertisement

আরও পড়ুন : ১৫ বছরের চাকরি এবং শেষ বেতন ৭৫,০০০ টাকা হলে কত গ্র্যাচুইটি পাবেন? এই ফর্মুলায় চেক করুন

সার কেনার সময় যে কাজগুলো অবশ্যই করবেন

⦁ শুধু DAP নয়, যে কোনও সার কেনার সময় কৃষকদের অবশ্যই রশিদ নিতে হবে।

⦁ সার বা কীটনাশক শুধুমাত্র একটি  ভালো দোকান থেকেই কিনুন।

advertisement

⦁ সার কেনার সময় POS মেশিনের মাধ্যমে রসিদ নিন। কারণ, কৃষি দপ্তরের কাছে POS মেশিন থেকে বিক্রি হওয়া সারের সম্পূর্ণ বিবরণ রয়েছে। এতে দেখা যায় কোন কৃষক কোন দোকান থেকে কোন পরিমাণ সার কিনেছেন এবং কোন কৃষক তার ক্ষেতে কোন ব্যাচ নম্বরের সার ব্যবহার করেছেন।

⦁ এই অবস্থায় কোনও কৃষকের কাছে নকল সার বিক্রি হলে এবং সেটি নিয়ে কোনও কৃষক অভিযোগ জানালেন,  কৃষি দপ্তর  নকল সার বিক্রেতাদের বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নিতে পারবে৷

advertisement

কিভাবে আসল DAP বেছে নেবেন? বিকাশ কিশোরের মতে কৃষকরা মাঠে চাষ করার সময়ই সারের গুণমানের ব্যাপারে একটা ধারণা পেয়ে যান। তবে এরপরও সমস্যা থাকে, তাই এই বিষয়গুলি মাথায় রাখুন…

⦁ DAP শক্ত দানাদারের মতো হয়৷

⦁ এর রঙ বাদামী বা কালো হতে পারে।

⦁ DAP নখ দিয়ে সহজে ভাঙা যায় না।

⦁ হাতে কিছু DAP-এর দানা নিয়ে তার মধ্যে সামান্য চুন যোগ করে ভালো করে মিশিয়ে নিন৷ তৈরি হবে তীব্র-উগ্র গন্ধ৷ যা সহ্য করা কঠিন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

⦁ উনুনে কম আঁচে DAP দানাগুলি গরম করতে দিলে সেগুলি ফুলে যাবে এই  লক্ষণগুলি থাকলেই বুঝতে হবে DAP-তে  ভেজাল নেই।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
DAP Fertilizer: জমিতে আসল DAP-টাই দিচ্ছেন তো! সার আসল না নকল চিনবেন কী করে? এখনই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল