Monsoon Agriculture: বর্ষায় কীভাবে ফসলের খেয়াল রাখবেন কৃষকরা? এই টিপসগুলি মেনে চললেই কেল্লাফতে
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Monsoon Agriculture: বর্ষাকালে সবজি চাষ কৃষকদের জন্য একটি চ্যালেঞ্জ৷ অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি করতে পারে। তবে সঠিক পরিচর্যা ও সঠিক কৃষি পদ্ধতির মাধ্যমে এই মরশুমেও ভালো ফসল উৎপাদন করা সম্ভব।
বর্ষাকালে জমা জলে ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়৷ কারণ গাছের শিকড় পচতে শুরু করে। তাই ক্ষেত থেকে জল দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা সবার আগে করতে হবে কৃষকদের৷ এক্ষেত্রে পাম্পের ব্যবহার করতে পারে তারা৷ এছাড়াও জমিতে বাঁধ তৈরি করে জল নিষ্কাশনের ব্যাপারটাও কাজে আসতে পারে৷ উন্নত জাতের গাছপালাও রোপন করা যেতে পারে, যেগুলির খুব দ্রুত জল শুষে নেওয়ার ক্ষমতা আছে৷
advertisement
advertisement
advertisement
advertisement