অর্থ মন্ত্রক জানিয়েছে, "একটি নথি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ১৭% থেকে বেড়ে ২৮% হতে চলেছে। এছাড়াও এই বার্তায় জানানো হয় যে, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে মহার্ঘ্য ভাতা বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, তাও দেওয়া হবে। তবে এই স্মারকলিপিটি মিথ্যে। কেন্দ্রীয় সরকার এ জাতীয় কোনও ওএম জারি করেনি।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বার্তাটি একেবারে ভুয়ো৷ এই বার্তাটি ২৬ জুন, ২০২১ তারিখের। এটিতে লেখা হয়েছে যে করোনার মহামারীজনিত কারণে ডিএ এবং ডিআর বন্ধ হয়ে গেছে ২০২১ সালের ১ জুলাই থেকে যা পুনরুদ্ধার করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে যে, ২০২০ সালের ১ জুলাই থেকে ১ জানুয়ারির মধ্যে মুলতুবি থাকা ডিএ এবং ডিআর তিনটি কিস্তিতে দেওয়া হবে। আরও লেখা হয়েছে যে এই নির্দেশ কেন্দ্রীয় সরকারের সকল কর্মচারী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এটি বিশ্বাস করা যাবে না৷ এই এই মর্মে পাল্টা একটি নির্দেশিকাও জারি করা হয়েছে৷
