অভিযোগ, গ্রাহকদের কাছে কোনও ব্যাঙ্ক-স্বীকৃত কাগজপত্র না দিয়ে, কেবলমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কের টাকা নেন তিনি। এদিন গোপালনগর থানার এলাকার ওই ব্যাঙ্কের শাখার সামনেই তীব্র ক্ষোভ উগরে দেন কয়েকশো মহিলা গ্রাহক। তাদের দাবি- কেউ ৪ লাখ, কেউ ৫ লাখ, আবার কেউ ১০ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেছিলেন।
advertisement
আরও পড়ুন: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন
কিন্তু টাকা তুলতে গেলে সিএসপি মালিক বিকাশ সমাদ্দার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা পাল্লা শাখায় অভিযোগ করলেও কোনও সুরাহা মেলেনি বলে দাবি তাঁদের। এ বিষয়ে পাল্লা এসবিআই শাখার ম্যানেজার শুভনীল মৌলিক জানান, যারা ওই সিএসপিতে টাকা রেখেছেন, তাঁদের কাছে কোনও বৈধ ব্যাঙ্কের কাগজপত্র নেই। তবে বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় এলাকায় তৈরি হচ্ছে ব্যাপক ক্ষোভ।
