TRENDING:

Bankura News: বাঁকুড়ার রাঙ্গামাটিতে বিদেশি জারবেরা ফুলের চাষ, লাভও হচ্ছে বিপুল

Last Updated:

বাঁকুড়ার সুদর্শন বিদেশি ফুলের চাহিদা এখন কলকাতার নামকরা ফুল বাজারগুলিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: জেলা উদ্যানপালন দফতরের সহযোগিতায় ২০০০ স্কোয়ার ফুট জমিতে স্থায়ী গ্রিন পলিহাউসে জারবেরা ফুলের চাষ করছেন জনৈক সৌমেন মন্ডল । লাল,সাদা,হলুদ, গোলাপী-সহ বিভিন্ন রঙের বিদেশি জারবেরা ফুলে ফুলে ভরে গেছে এই উদ্যান। শীতকালেই সাধারণত জারবেরা ফুলের চাষ হয়ে থাকে।
advertisement

বর্তমানে সারা বছরই গ্রিন পলিহাউসে জারবেরা ফুলের চাষ করা সম্ভব।সে বিয়ে বাড়ি সাজানো হোক বা সামাজিক অনুষ্ঠান-সহ ঘর সাজানো অথবা প্রিয় মানুষকে প্রেম নিবেদন, সবেতেই প্রয়োজন ফুলের কোন জুড়ি মেলা ভার। ফলেই চাহিদা বেড়েছে ফুলের, চাহিদা বাড়ার কারণেই বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিক ভাবে ফুল চাষের প্রসার হয়েছে বিপুল।

আরও পড়ুন: কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২০০০ টাকা, ৬০০০ দেবে মোদি সরকার, বাকি টাকা কে দেবে ?

advertisement

বাঁকুড়ার রাঙা মাটিও এর ব্যাতিক্রম নয়। গাঁদা আর গোলাপের পাশাপাশি বিদেশি জারবেরা ফুলের চাষে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে বাঁকুড়ার কৃষক মহলে। এই বিদেশি ফুলের চাষ একেবারেই হত না বাঁকুড়া জেলায় তবে বর্তমানে এই ফুল ধীরে ধীরে প্রিয় হয়ে উঠেছে বাঁকুড়ার মানুষের কাছে। খোলা মাঠে নয়, এই চাষ ভালো পলিহাউসের মধ্যে।

advertisement

আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় খবর, চেক পেমেন্টের নিয়মে বড়সড় বদল

জেলা উদ্যান পালন দফতরের তরফে জানা গেছে পার্মানেন্ট পলিহাউস ও জারবেরা ফুল চাষে এককালীন ৫০ শতাংশ অনুদান দেওয়া হচ্ছে।সুদর্শন এই ফুল চাষে উদ্যোগী ব্যক্তি আর্থিকভাবে স্বনির্ভরতার পথে অগ্রসর হতে পারবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bankura News: বাঁকুড়ার রাঙ্গামাটিতে বিদেশি জারবেরা ফুলের চাষ, লাভও হচ্ছে বিপুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল