TRENDING:

Cryptocurrency: ক্রিপ্টোর বাজারে ব্যাপক পতন, তবে মুখে হাসি ফোটাচ্ছে ৩ কয়েন, আপনার কাছে এগুলো আছে?

Last Updated:

Cryptocurrency: কয়েন মার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিটকয়েন ৩৮,০২৬.৬৯ ডলারে ট্রেড করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ক্রিপ্টোকারেন্সির বাজার এমনিতেই অস্থির। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সেই অস্থিরতা আরও বেড়েছে। একাধিক উত্থান-পতনের সাক্ষী থাকছেন বিনিয়োগকারীরা। বুধবার ক্রিপ্টোর বাজারে ফের দেখা গেল পতন। এদিন সকাল ৯.২৩ মিনিট পর্যন্ত ১.১৭ শতাংশ মার্কেট হারিয়েছে ক্রিপ্টোকারেন্সি। গ্লোবাল ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ ১.৭২ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে। প্রধান মুদ্রা বিটকয়েন এবং ইথেরিয়াম উভয়ই নিম্নমুখী। তবে এই পরিস্থিতিতেও গত ২৪ ঘণ্টায় ৩ টে মুদ্রা বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। সেগুলি হল রান ডজ (৫৪০.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে), সাইবর্গ শিবা (৩৯৮.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে) এবং ইল্লিকুইডডাও (২৮৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে)।
ক্রিপ্টোর বাজারে পতন
ক্রিপ্টোর বাজারে পতন
advertisement

আরও পড়ুন : ধেয়ে আসছে সাইক্লোন? ঘূর্ণিঝড় মোকাবিলায় চরম সতর্কতা ওড়িশায়, কী হতে চলেছে বাংলায়?

কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিটকয়েন ৩৮,০২৬.৬৯ ডলারে ট্রেড করছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দাম কমেছে ১.২৫ শতাংশ। দাম কমেছে ইথেরিয়ামেরও। গত ২৪ ঘণ্টায় ১.৭২ শতাংশ কমে ২.৭৯৮.৫৩ ডলারে ট্রেড করছে। বর্তমানে বিটকয়েনের বাজার আধিপত্য দাঁড়িয়েছে ৪১.১ শতাংশ। একইভাবে ইথেরিয়ামের বাজার আধিপত্য ঠেকেছে ১৯.৬ শতাংশে।

advertisement

কোন মুদ্রায় কত পরিবর্তন:

ডজকয়েন: বর্তমান দাম – ০.১২৯৯ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ১.১৩ শতাংশ।

টেরা লুনা: বর্তমান দাম – ৮৩.৪০ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ১.৫৮ শতাংশ।

এক্সআরপি: বর্তমান দাম – ০.৬১৬৪ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ১.২৬ শতাংশ।

কার্ডানো: বর্তমান দাম – ০.৭৮১৩ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ০.৯০ শতাংশ।

advertisement

শিবা ইনু: বর্তমান দাম – ০.০০০০২০৮ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ০.১৮ শতাংশ।

সোলানা: বর্তমান দাম – ৮৬.২২ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ২.৩৩ শতাংশ।

অ্যাভালাঞ্চ: বর্তমান দাম – ৬০.১১ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ২.১১ শতাংশ।

বিএনবি: বর্তমান দাম – ৩৮৫.৭১ ডলার, দাম কমেছে (২৪ ঘণ্টার মধ্যে) – ১.৩৫ শতাংশ।

advertisement

আরও পড়ুন : ট্রেনের বগিতে ডোরাকাটা এই দাগ লক্ষ্য করেছেন নিশ্চই! কেন থাকে জানেন তো?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে যে মুদ্রা: গত ২৪ ঘণ্টায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে রানডজ, সাইবর্গশিবা (সিবিএস) এবং ইল্লিকুইডডাও (জেপিইজিএস)। এদের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে রানডজ, ৫৪০.১৬ শতাংশ। যাকে এককথায় অসাধারণ বলছেন বাজার বিশেষজ্ঞরা। এরপর দ্বিতীয় বৃহত্তম ক্রমবর্ধমান ক্রিপ্টোকারেন্সি হল সাইবর্গশিবা। ২৪ ঘণ্টায় ৩৯৮.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৮৯,৯৮ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ইল্লিকুইডডাও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cryptocurrency: ক্রিপ্টোর বাজারে ব্যাপক পতন, তবে মুখে হাসি ফোটাচ্ছে ৩ কয়েন, আপনার কাছে এগুলো আছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল