বাজারের অস্থিরতা
ক্রিপ্টোকারেন্সি হল এক ধরনের হাই রিস্ক, হাই রিওয়ার্ড বিনিয়োগ। কিন্তু ক্রিপ্টোকারেন্সি আগামী বছরে বিগ ভ্যালু গ্রোথের ক্ষেত্রে খুব ভালো বিনিয়োগ হতে পারে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি উপহার দেওয়ার আগে দেখতে হবে যে যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়া হচ্ছে সে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ওয়াকিবহল কি না। যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়া হবে সে যেন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ সম্পর্কে সচেতন থাকে। নতুন বছরের উপহার হিসাবে ক্রিপ্টোকারেন্সি বেশ লাভজনক হতে পারে। কারণ ২০২১-এর শুরুতে বিটকয়েন (Bitcoin) ছিল ৩০,০০০ ডলারে, নভেম্বরে যা পৌঁছে গিয়েছে ৬৮,০০০ ডলারে।
advertisement
আরও পড়ুন: ৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবেন পেনশন....
ট্যাক্সের প্রভাব
উপহার হিসাবে ১৫,০০০ ডলার বা তার নিচের ক্রিপ্টোকারেন্সি দিলে কোনও ট্যাক্স লাগবে না। কিন্তু ১৫,০০০ ডলার থেকে ৩০,০০০ ডলারের মধ্যে ক্রিপ্টোকারেন্সি উপহার দিলে সেটি ট্যাক্সের আওতায় চলে আসবে। এক্ষেত্রে যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার দেওয়া হচ্ছে তাকে ট্যাক্স দিতে হবে। সুতরাং ১৫,০০০ ডলারের নিচে ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়াই যেতে পারে।
আরও পড়ুন: পেট্রোলের দাম আজ কমল কি? দেখে নিন কলকাতা-সহ বিভিন্ন শহরে জ্বালানির দাম
ক্রয় প্রক্রিয়া
কেউ যদি ভেবে থাকে উপহার হিসাবে ক্রিপ্টোকারেন্সি দেবে, তাহলে তাকে সবার আগে ঠিক করতে হবে যে সে কী ধরনের ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দিতে চায়। কারণ বাজারে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়া যেতে পারে গিফট কার্ডের মাধ্যমে। আবার এক্সচেঞ্জের মাধ্যমে ক্রিপ্টো ওয়ালেটের দ্বারাও দেওয়া যেতে পারে ক্রিপ্টোকারেন্সি। এক্ষেত্রে যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়া হবে তারও একটি ক্রিপ্টো ওয়ালেট অথবা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকা দরকার।
লেনদেনের খরচ
ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ফি রয়েছে। সেটি নির্ভর করে কোন কারেন্সিতে ট্রেড করা হচ্ছে তার ওপরে। কয়েনবেস নিজেদের ওয়ালেট থেকে অন্য কয়েনবেস ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার করার ক্ষেত্রে কোনও রকম চার্জ নেয় না। কিন্তু যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার করা হয়েছে সে যদি সেই উপহার কয়েনবেস প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি এবং অন্য কোথাও ট্রান্সফার করে তাহলে তাকে একটি চার্জ দিতে হবে। এই ধরনের ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনের কস্ট অনেকটাই হাই হয়।
আরও পড়ুন: শীতের মধ্যে এ কী কাণ্ড! বছর শেষে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন, 'এই' জেলাগুলিতে যা হবে...
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা
ক্রিপ্টোকারেন্সি বর্তমানে জনপ্রিয় হলেও এটি অন্যকে উপহার হিসাবে দেওয়ার আগে জেনে নিতে হবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে সে কতটা জানে। যাকে উপহার হিসাবে ক্রিপ্টোকারেন্সি পাঠানো হচ্ছে, সে যদি আগে কখনও তা ব্যবহার না করে থাকে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনও ধারণাও না থাকে তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে।