TRENDING:

৪৪,৫২,৩২,১০,০০০ অর্থমূল্যের ডিজিটাল মুদ্রা হাতিয়ে নিল হ্যাকাররা; তোলপাড় বিশ্ব জুড়ে!

Last Updated:

নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পেয়ে তা কাজে লাগিয়ে ৬০০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪৪,৫২,৩২,১০,০০০ টাকা, হাতিয়ে নিল হ্যাকাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ডিজিট্যাল কারেন্সির যুগে সব থেকে বড় ঘটনা। নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পেয়ে তা কাজে লাগিয়ে ৬০০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪৪,৫২,৩২,১০,০০০ টাকা, হাতিয়ে নিল হ্যাকাররা। যদিও সেই টাকা ফিরিয়ে দিতে আগ্রহ প্রকাশ তারা করেছে। এবং ইতিমধ্যে সেই টাকার বেশ কিছুটা অংশ তারা ইতিমধ্যে ফিরিয়েও দিয়েছে।
advertisement

কী ঘটেছে?

ঘটনাটি ঘটে মঙ্গলবার। সাইবার হামলার শিকার হয় পলি নেটওয়ার্ক (Poly Network)। এর পর সংস্থাটির তরফে হ্যাকারদের টাকা ফেরতের জন্য অনুরোধ করা হয়। পরিবর্তে তাদের অর্থমূল্য পুরষ্কার দেওয়ার ঘোষণা করে সংস্থা। যদিও হ্যাকারদের দলটি জানিয়ে দেয়, তারা কোনও রকম অর্থ নেবে না। কারণ অর্থ নেওয়া তাদের লক্ষ্য নয়। এর পর দু'-দিন পরে পলি নেটওয়ার্ক হারানো অর্থমূল্যের বেশ কিছুটা অংশ ফেরত পায়। শেষ পাওয়া খবর অনুযায়ী গতকাল সকাল পর্যন্ত ৩৪ কোটি ডলার ক্রিপ্টোকয়েন ফেরত পেয়েছে পলি নেটওয়ার্ক।

advertisement

এবিষয়ে পলি নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে, তারা পুরো অর্থ ফেরানোর কাজ করছে। খুব তাড়াতাড়ি পুরো টাকা ফিরে আসবে বলে জানিয়েছে তারা। লন্ডনের একটি ব্লকচেন বিশেষজ্ঞ টম রবিনসন জানিয়েছেন, “কিছু ক্রিপ্টোটোকেন এখনও হ্যাকারদের কাছে জমা হয়ে আছে। কারণ ওই টোকেনের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে।”

এবিষয়ে তাঁর বক্তব্য, ব্লকচেন প্রযুক্তির জন্য ক্রিপ্টোকারেন্সি চুরি করা কঠিন। এই পদ্ধতিতে কোথা থেকে অর্থ গিয়ে কোথায় জমা হচ্ছে তা সবার নজরে আসবে। এর পর হ্যাকারদের দোষারোপ করে টমের যুক্তি, হ্যাকাররা বুঝতে পেরেছে কোথায় অর্থ জমা হচ্ছে তা সবাই বুঝে যাবে আর সে কারণে তা ফেরত দিতে চাইছে।

advertisement

ব্লকচেন কী?

ব্লকচেন হল অনেকটা ডিজিটাল স্টেটমেন্টের মতো। যেখানে বিটকয়েনের বা ডিজিটাল মুদ্রায় হওয়া সমস্ত লেনদেন লিপিবদ্ধ থাকে।

যদিও পলি নেটওয়ার্কের পুরষ্কার ঘোষণার পর বিতর্ক শুরু হয়। BBC-র খবর অনুযায়ী এবিষয়ে একজন প্রাক্তন FBI অফিসার জানিয়েছেন বেসরকারি সংস্থাগুলোর কোনও অধিকার নেই যে তারা কোনও অপরাধীদের জন্য পুরষ্কার ঘোষণা করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হ্যাকার দলটির তরফে বলা হয়েছে, তাদের উদ্দেশ্য ছিল পলি নেটওয়ার্কে যে নিরাপত্তাজনিত ত্রুটি রয়েছে তা প্রকাশ্যে আনা। এবং তাতে তারা সফল হয়েছে বলে মনে করছে। তাদের আরও দাবি, পলি নেটওয়ার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুরো ঘটনার জন্য তাদের দায়ি করা হবে না। কারণ তাদের আচরণ হোয়াইট হ্যাট হ্যাকারদের মতো।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৪৪,৫২,৩২,১০,০০০ অর্থমূল্যের ডিজিটাল মুদ্রা হাতিয়ে নিল হ্যাকাররা; তোলপাড় বিশ্ব জুড়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল