আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নতুন রেট জারি, ট্যাঙ্ক ফুল করার আগে চেক করে নিন লেটেস্ট দাম
কবে আসবে পিএম কিষানের আগামী কিস্তির টাকা ?
পিএম কিষান যোজনার গত কিস্তির টাকা ১ জানুয়ারি ২০২২-এ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল ৷ আগে বলা হয়েছিল, ১১ তম কিস্তির টাকা এপ্রিল মাসে আসতে পারে, কিন্তু তা হয়নি ৷ অনুমান করা হচ্ছে আগামী কিস্তির টাকা মে মাসে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে ৷ যে কোনও অর্থবর্ষের প্রথম কিস্তি সাধারণত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে চলে আসে, দ্বিতীয় কিস্তি অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে চলে আসে ৷
advertisement
আরও পড়ুন: চোখ বুলিয়ে নিন ভারতের শীর্ষ ১০ আইপিও-র তালিকায়, এক নম্বরে কে বলুন তো
শীঘ্রই এই ৫টি স্টেপস সম্পূর্ণ করুন -
আপনিও কী পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকার অপেক্ষা করছেন ? তাহেল আর দেরি না করে শীঘ্রই সেরে নিন এই ৫টি স্টেপস ৷ করে নিন ই-কেওয়াইসি ৷ যোজনার টাকা পাওয়ার জন্য ই-কেওয়াসি করা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার ৷ ই-কেওয়াইসি না করালে আটকে যেতে পারে কিস্তির টাকা ৷ ই-কেওয়াইসি আধার কার্ড ও সিএসসি সেন্টারের মাধ্যমে করা যেতে পারে ৷ ই-কেওয়াইসি করার ৫টি স্টেপস দেখে নিন-
আরও পড়ুন: চলতি মাসে যে কোনও দিন অ্যাকাউন্টে আসতে পারে যোজনার টাকা, চেক করে নিন স্টেটাস
১. প্রথমেই পিএম কিষান যোজনার ওয়েবসাইটে যেতে হবে
২. এখানে ফার্মাস কর্নারে গিয়ে ই-কেওয়াইসি ট্যাবে ক্লিক হবে
৩. এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আধার নম্বর দিয়ে সার্চ ট্যাবে ক্লিক করতে হবে
৪. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
৫. আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি দিয়ে ক্লিক করতেই আপনার ই-কেওয়াইসি হয়ে যাবে