আরও পড়ুন: বিনিয়োগকারীর সোনায় সোহাগা, এই ৮ শেয়ার প্রতি বছরে দিয়েছে প্রায় ৫০ শতাংশ রিটার্ন!
কর্মাশিয়াল সিলিন্ডারের দাম কলকাতায় ২০৯৫ টাকা থেকে ৮ টাকা কমে ২০৮৭ টাকা হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে এর দাম প্রায় ৯ টাকা কমে ১৯৫৪.৫০ টাকা হয়েছে ৷ সামান্য দাম কমে চেন্নাইয়ে এবার কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডার ২১৩৭.৫০ টাকায় পাওয়া যাচ্ছে ৷
advertisement
দিল্লিতে ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৯০৭ টাকা, কলকাতায় ১৯৮৭ টাকা ও মুম্বইয়ে ১৮৫৭ টাকা এবং চেন্নাইয়ে ২০৪০ টাকা ছিল ৷ বছরের প্রথম দিন দিল্লিতে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৯৯৮.৫০ টাকা, মুম্বইয়ে ২০৭৬ টাকা, কলকাতায় ১৯৪৮.৫০ টাকা, চেন্নাইয়ে ২১৩১ টাকা ছিল ৷
আরও পড়ুন: সোনায় বিনিয়োগ কখনও হতাশ করে না, তবে তার আগে দাম জেনে নেওয়া জরুরি!
সরকারি তেল সংস্থাগুলি মঙ্গলবার এলপিজি সিলিন্ডারের নয়া রেট জারি করেছে ৷ নতুন রেট অনুযায়ী সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বেড়েছে ৷ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পর মঙ্গলবার ২২ মার্চ দিল্লিতে ১৪ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের ৯৪৯.৫ টাকা হয়েছে ৷ আগে যা ৮৯৯.৫০ টাকা ছিল ৷ দিল্লি ছাড়া অন্যান্য মহানগরেও এলপিজি-র দাম বদল করা হয়েছে ৷ কলকাতায় ৯২৬ টাকা থেকে বেড়ে ৯৭৬ টাকা হয়ে গিয়েছে ৷ লখনউতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখন ৯৮৭.৫ টাকা হয়ে গিয়েছে ৷ পটনাতে ৯৯৮ টাকা থেকে বেড়ে গ্যাসের দাম ১০৩৯.৫ টাকা হয়েছে ৷
আরও পড়ুন: ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জেনে নিন আজকে ১০ গ্রামের দাম কত হল
৫ ও ১০ কিলোগ্রামের সিলিন্ডারের দামও বেড়ে গিয়েছে
তেল সংস্থাগুলি না কেবল বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, বরং ৫ কিলোগ্রাম ও ১০ কিলোগ্রামের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ৷ এখন ৫ কিলোর এলপিজি সিলিন্ডার ৩৪৯ টাকা ও ১০ কিলোর সিলিন্ডারের ৬৬৯ টাকায় মিলবে ৷ শুধু তাই নয় ১৯ কিলোর কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম এখন প্রায় ২০০৩.৫০ টাকা হয়ে গিয়েছে ৷