আরও পড়ুন: বিশ্বকাপের দল নির্বাচনের দিনেই শাস্তি হার্দিকের, বাঁচলেন না রোহিত-বুমরাও, কী করেছিলেন?
১৯ কেজির গ্যাস সিলিন্ডার সাধারণত ব্যবহার করেন ব্যবসায়ীরা, যাকে বাণিজ্যিক গ্যাসও বলা হয়। দেশ জুড়েই ১৯ থেকে ২০ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম মঙ্গলবার পর্যন্ত ছিল ১৮৭৯ টাকা, ২০ টাকা কমার পরে কলকাতায় নতুন দাম দাঁড়িয়েছে ১৮৫৯ টাকা। অন্য দিকে মুম্বইতে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ১৯ টাকা, ১৭১৭.৫০ থেকে দাম দাঁড়িয়েছে ১৬৯৮.৫০ টাকা। চেন্নাই এবং দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হয়েছে যথাক্রমে ১৯১১ টাকা এবং ১৭৪৫.৫০ টাকা।
advertisement
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না কেকেআরের কোনও খেলোয়াড়, মুম্বই থেকে দলে চার
টানা তিন দিন বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, যার ফলেই কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ১ মে থেকেই কার্যকর হয়েছে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম। প্রসঙ্গত, কলকাতায় ডোমেস্টিক গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। গোটা মার্চ এবং এপ্রিল মাস জুড়েই গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলে কমার্শিয়াল গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক গ্যাসের দাম কমে না কি সেটাই দেখার। বিশেষ করে যখন নির্বাচন চলছে, তখন কী হয় দেখা যায়।