TRENDING:

LPG Gas Cylinder Price: ৭৩.৫ টাকা দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের, দেখে নিন কত হল গ্যাসের দাম......

Last Updated:

দেখে নিন কত রান্নার গ্যাসের দাম---

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মাসের প্রথম দিনেই সাধারণের জন্য বড় ধাক্কা ৷ গ্যাস সিলিন্ডারের দাম ফের বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি ৷ প্রত্যেক গ্যাস সিলিন্ডারে ৭৩.৫ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে ৷ তবে চলতি মাসে কেবল কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৷ বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ এর জেরে দিল্লিতে ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম ১৫০০ টাকা থেকে বেড়ে ১৬২৩ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement

১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল করা হয়নি ৷ আগের মাসের দামই বহাল থাকবে ৷ জুলাই মাসে বাড়ির রান্নার গ্যাসের দাম ২৫.৫০ টাকা প্রতি সিলিন্ডারে বৃদ্ধি করেছিল তেল সংস্থাগুলি ৷ দিল্লিতে ১৪.২ কিলো ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা ৷ এছাড়া কলকাতা ১৪.২ কিলোগ্রাম গ্যাসের দাম ৮৬১ টাকা, মুম্বইয়ে ৮৩৪.৫০ টাকা ও চেন্নাইয়ে ৮৫০.৫০ টাকা ৷

advertisement

১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের নতুন দাম-

>> দিল্লিতে কর্মাশিয়াল গ্যাসের দাম ৭৩ টাকা বেড়ে হয়েছে ১৬২৩ টাকা

>> কলকাতায় দাম বেড়ে হয়েছে ১৬২৯ টাকা

>> চেন্নাইয়ে ১৭৬১ টাকা

>> মুম্বইয়ে দাম বাড়ানোর পর কর্মাশিয়াল গ্যাসের দাম হয়েছে ১৫৭০.৫০ টাকা

১৪ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম

>> দিল্লিতে ৮৩৪.৫০ টাকা প্রতি সিলিন্ডার

advertisement

>> কলকাতায় ৮৬১ টাকা

>> মুম্বইয়ে ৮৩৪.৫০ টাকা

>> চেন্নাইয়ে ৮৫০.৫০ টাকা

এই ভাবে চেক করতে করতে পারবেন গ্যাস সিলিন্ডারের দাম- গ্যাস সিলিন্ডারের দাম সরকারি তেল সংস্থার ওয়েবসাইটে চেক করতে পারবেন ৷ প্রত্যেক মাসের প্রথম দিনে তেল সংস্থার তরফে গ্যাসের দাম আপডেট করা হয় ৷ IOCL এর অফিশিয়াল লিঙ্কে https://iocl.com/Products/IndaneGas.aspx গ্যাসের দাম চেক করতে পারবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এলপিজি গ্রাহকদের সিলিন্ডার রিফিল করার জন্য গ্যাস ডিস্ট্রিবিউটার সিলেক্ট করার ছাড় দেওয়া হচ্ছে ৷ এখনও পর্যন্ত গ্রাহকরা নির্দিষ্ট ডিস্ট্রিবিউটার থেকে সিলিন্ডার রিফিল করতে পারতেন ৷ তবে এখন ডিস্ট্রিবিউটার সিলেক্ট করার ছাড় বেশ কিছু শহরে চালু করে দেওয়া হয়েছে ৷ পরে গোটা দেশেই এই নিয়ম লাগপ করে দেওয়া হবে ৷ এই যোজনার প্রথম পর্যায় চন্ডীগড়, কোয়েম্বটুর, গুরুগ্রাম, পুণে ও রাঁচিতে শুরু করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas Cylinder Price: ৭৩.৫ টাকা দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের, দেখে নিন কত হল গ্যাসের দাম......
Open in App
হোম
খবর
ফটো
লোকাল