খবর বলছে যে কোলগেট পামোলিভ ইন্ডিয়ার জিগ জ্যাগ (Zig Zag) সিরিজের নতুন ব্রাশে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। পুরোপুরি ১০০ শতাংশ সিলভার আয়ন অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে তৈরি হয়েছে জিগ জ্যাগের এই নতুন ব্রাশের ব্রিসলস! ফলে, দাঁত মাজার পর ব্রাশটিকে (Toothbrush) খোলা জায়গায় রেখে দিলেও তার উপরে ব্যাকটেরিয়া বাসা তৈরি করতে পারবে না! ব্রাশের উপাদানই এ ক্ষেত্রে ব্যাকটেরিয়া তাড়িয়ে দিয়ে সুরক্ষিত রাখবে ব্যবহারকারীর স্বাস্থ্য!
advertisement
পাশাপাশি, জিগ জ্যাগ সিরিজের আর সব ব্রাশের মতোই এই নতুন অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রাশ দাঁত (Teeth) এবং মাড়ির (Gum) স্বাস্থ্যের বিষয়টিও সুনিশ্চিত করবে। এর ব্রিসলস যথেষ্ট কোমল বলে দাঁত মাজার সময়ে মাড়িতে আঘাত লেগে রক্তপাতের কোনও আশঙ্কা থাকবে না। টুথব্রাশটি যথেষ্ট নমনীয়, ফলে তা সহজেই পৌঁছতে পারবে দাঁতের যে কোনও কোণে, বের করে আনবে জমে থাকা ময়লা! শুধু তা-ই নয়, এই টুথব্রাশের সঙ্গে দেওয়া হচ্ছে একটা নরম জিভছোলা, যার ব্যবহারে নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যাও আর থাকবে না!
এই প্রসঙ্গে কোলগেট পামোলিভ ইন্ডিয়া লিমিটেড-এর মার্কেটিং শাখার ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ চিন্তামণি জানিয়েছেন যে দেশের মানুষের ক্রয়ক্ষমতার দিকে নজর রেখে ব্রাশটির দাম ধার্য করা হয়েছে মাত্র ৩০ টাকা! যে কোনও ওষুধের দোকানে, স্টেশনারি দোকানে এবং ই-কমার্স সাইটে এটি উপলব্ধ হবে!
