কর্পোরেট সোশ্যাল রেসপন্সবিলিটি-র বেশিরভাগ টাকা ৫৪ শতাংশ অর্থাৎ প্রায় ১,২০৯ কোটি টাকা স্বাস্থ্য, স্যানিটেশন এবং পুষ্টিতে খরচ হয়েছে। শিক্ষা এবং জীবিকাতে খরচ হয়েছে ২১ শতাংশ। এর মূল্য ৪৬৩ কোটি টাকা। বাকিটা গ্রামীণ উন্নয়ন, পরিবেশগত বিষয়ে, খেলাধুলা এবং অন্যান্য বিষয়ে খরচ করা হয়েছে।
কর্পোরেট সোশ্যাল রেসপন্সবিলিটি-র মধ্যে বড় বড় প্রকল্পের মধ্যে রয়েছে রাঁচি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার আসন বিশিষ্ট লাইব্রেরি নির্মাণ, বদ্রীনাথে বৃষ্টির জেরে আশ্রয়স্থল তৈরি, রামগড় (ঝাড়খণ্ড) এর ৫০ হাজার শিক্ষার্থীকে মধ্যাহ্নভোজের জন্য কেন্দ্রীভূত রান্নাঘর স্থাপন।
advertisement
আরও পড়ুন, তাপপ্রবাহ অব্যাহত রাজ্যে ! আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
আরও পড়ুন, পুলিশের নিরাপত্তা নিয়ে ফের শুভেন্দুর নিশানায় অভিষেক, নথি তুলে ধরে ট্যুইট
এর পাশাশাশি অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে নিরাময়ের জন্য সমাজের আর্থিকভাবে দুর্বল অংশের জন্য থ্যালাসেমিয়া শিশুদের চিকিৎসা হল একটি উদ্যোগ।