তিনি দেখিয়ে দিয়েছেন কী ভাবে কম খরচে বেশি আয় সম্ভব। এই সফলতা শুধু তাঁর নয়, অন্য কৃষকদের জন্যও নতুন দিশা।
advertisement
বিহারের ছাপরার কৃষক বাগেন্দ্র কুশওহা প্রতিদিন ৩ থেকে ৫ হাজার টাকা আয় করছেন হাইব্রিড সবুজ লঙ্কার জাত GNR 305 চাষ করে। তিনি মিশ্র চাষ করেন এবং শুধু জৈব সার ব্যবহার করেন যাতে ফসল স্বাস্থ্যকর হয়।
অভিজ্ঞ কৃষক বাগেন্দ্র কুশওহা কৃষি বিজ্ঞানীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি নিজেই জৈব সার তৈরি করে জমিতে ব্যবহার করেন। এতে ফসল বিষমুক্ত থাকে, মাটির উর্বরতা বাড়ে এবং ফলনও প্রচুর হয়।
তিনি শীতলপুর গ্রামে ঢেঁড়স ও সবুজ লঙ্কার মিশ্র চাষ করেছেন। লঙ্কার ফলন প্রচুর, আর ঢেঁড়সের ফলনও আস্তে আস্তে শুরু হচ্ছে। দুই ফসলের জাতই জনপ্রিয় ও উচ্চফলনশীল। প্রতিদিন মাঠ থেকে লঙ্কা তুলেই বাজারে বিক্রি হচ্ছে, আর সেই লঙ্কা এনে দিচ্ছে কল্পনার থেকেও বেশি লাভ। কী ভাবে?
👉 বাম্পার আয়
বাগেন্দ্র কুশওহা জানিয়েছেন, এক একর জমি থেকে GNR 305 জাতের লঙ্কা চাষে প্রতিদিন ৩-৫ হাজার টাকা আয় সম্ভব। জৈব সার ব্যবহারে খরচও কম হয় এবং গাছ দীর্ঘদিন ধরে ফল দেয়। শুধু তাই নয়, ঢেঁড়স আর লঙ্কা একসঙ্গে মিশিয়ে চাষ করে তিনি দেখিয়ে দিয়েছেন কী ভাবে কম খরচে বেশি আয় সম্ভব।
👉 অন্য কৃষকদের জন্য পরামর্শ
তিনি বলেন, মিশ্র চাষ আর প্রাকৃতিক পদ্ধতি গ্রহণ করলে কৃষকের খরচ কমবে, অথচ আয় বাড়বে। লঙ্কা প্রতিদিন ৪-৫ মাস ধরে তোলা যায়, আর প্রতিদিন বিক্রি করে ভালো আয় হয়।