TRENDING:

আপনারও কী এলাহাবাদ ব্যাঙ্কে অ্যাকাউন্টে রয়েছে ? ১ অক্টোবরের আগে এই কাজ না করলে করতে পারবেন না লেনদেন

Last Updated:

ব্যাঙ্ক গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে নিকটবর্তী শাখায় গিয়ে নয়া চেকবুকের আবেদন করার জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আপনার অ্যাকাউন্ট কী এলাহাবাদ ব্যাঙ্কে রয়েছে ? তাহলে শীঘ্রই পুরনো চেক বুক বদলে ফেলুন ৷ ১ অক্টোবর থেকে পুরনো চেক বুক বাতিল হয়ে যেতে চলেছে ৷ ব্যাঙ্ক মার্জারের জেরে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি ও এমআইসিআর কোড বদলানোর জেরে ১ অক্টোবর ২০২১ থেকে ব্যাঙ্কিং সিস্টেম পুরনো চেক রিজেক্ট করে দেবে ৷ অর্থাৎ বাতিল হয়ে যেতে চলেছে পুরনো চেকবুক ৷ ব্যাঙ্ক গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে নিকটবর্তী শাখায় গিয়ে নয়া চেকবুকের আবেদন করার জন্য ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/delhi-high-court-on-aadhaar-and-uan-linking-extends-deadline-to-seed-verify-till-november-31-dc-664635.html

ব্যাঙ্কের ট্যুইট

ব্যাঙ্কের তরফে ট্যুইটে জানানো হয়েছে,‘জরুরি খবর! এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকদের পুরনো চেক আর ১ অক্টোবর ২০২১ থেকে বৈধ মানা হবে না ৷ গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে যাতে তাঁরা নিকটবর্তী শাখায় গিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কের নতুন চেকবুকের জন্য আবেদন করে ৷’

ইনভ্যালিড হয়ে যেতে চলেছে এই সব ব্যাঙ্কের চেকবুক

advertisement

১ অক্টোবর থেকে এলাহাবাদ ব্যাঙ্ক (Allahabad Bank), ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কর্মাস (OBC) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (United Bank of India) চেকবুক ও MICR কোড ইনভ্যালিড হয়ে যেতে চলেছে ৷

দেখে নিন কোন কোন ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছে

এলাহাবাদ ব্যাঙ্কের মার্জার ইন্ডিয়ান ব্যাঙ্কের (Indian Bank)সঙ্গে হয়ে গিয়েছে ৷ অন্যদিকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক ইন্ডিয়ার মার্জার হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/10th-installment-of-pm-kisan-yojona-to-be-credited-soon-check-all-details-here-dc-664603.html

এই তিনটি ব্যাঙ্কের MICR কোড ও চেকবুক কেবল ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বৈধ থাকবে ৷ ১ অক্টোবর থেকে ইনভ্যালিড হয়ে যেতে চলেছে পুরনো MICR কোড এবং চেকবুক ৷ ব্যাঙ্কিং পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য গ্রাহকদের ১ অক্টোবরের আগে নতুন চেক বুক নিতে হবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/alert-six-important-rules-are-going-to-change-from-1st-october-dc-664589.html

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ব্যাঙ্কের নিকটবর্তী ব্রাঞ্চের পাশাপাশি ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও নতুন চেকবুকের জন্য আবেদন জানাতে পারবেন গ্রাহকরা ৷ পিএনবি-র গ্রাহকরা এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং বা পিএনবি ওয়ান থেকে নতুন চেকবুকের জন্য আবেদন করতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনারও কী এলাহাবাদ ব্যাঙ্কে অ্যাকাউন্টে রয়েছে ? ১ অক্টোবরের আগে এই কাজ না করলে করতে পারবেন না লেনদেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল