প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, ইপিএফও গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু সফটওয়্যার আপগ্রেডের কাজ চলায় তা দেখা যাচ্ছে না। পাশাপাশি মন্ত্রকের তরফে আরও জানানো হয়, গ্রাহকদের সুদের পরিমাণে কোনও হেরফের হয়নি। এখন সেই সুদ ঢুকেছে কি না ৪টি উপায়ে পরীক্ষা করে দেখা যেতে পারে।
advertisement
আরও পড়ুন: অল্টোতে ৫৭ হাজার টাকা ডিসকাউন্ট, আরও ৬ গাড়িতে মিলছে দুর্দান্ত অফার, দেখে নিন
এসএমএসের মাধ্যমে ব্যালান্স যাচাই করা যায়:
ইউএএন ইপিএফও-তে নিবন্ধন করা থাকলে এসএমএসের মাধ্যমে ব্যালান্স দেখা যায়। এজন্য EPFOHO UAN ENG লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে মেসেজ পাঠাতে হবে। শেষ তিনটি অক্ষর ভাষার জন্য। হিন্দিতে অ্যাকাউন্টের তথ্য পেতে চাইলে EPFOHO UAN HIN লিখে পাঠাতে হবে। এই পরিষেবা ইংরেজি, পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম এবং বাংলা ভাষায়ও পাওয়া যাবে। তবে এসএমএস ইউএএন-এ নিবন্ধিত মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে।
আরও পড়ুন: Modi সরকারের কর্মীরা ২০২৩-এ লটারি পাবেন! তিনটি বড় সিদ্ধান্তে সিলমোহলের সম্ভাবনা
মিসড কলের মাধ্যমে: নিবন্ধিত মোবাইল নম্বর থেকে ০১১ ২২৯০১৪০৬ নম্বরে মিসড কল করতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই ইপিএফও থেকে পিএফ অ্যাকাউন্টের যাবতীয় বিবরণ-সহ বার্তা পাঠানো হবে। এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান এবং আধার লিঙ্ক করা প্রয়োজন।
ইপিএফও পোর্টালের মাধ্যমে:
এ জন্য প্রথমে ইপিএফও পোর্টালে যেতে হবে। সেখানে এমপ্লইয়ি সেন্ট্রিক সার্ভিসে ক্লিক করে ভিউ পাসবুক অপশনে যেতে হবে। তা হলেই দেখা যাবে অ্যাকাউন্টের সব তথ্য। তবে সবার আগে ইউএএন দিয়ে লগইন করতে হবে।
উমঙ্গ অ্যাপ থেকে: স্মার্টফোন থেকে উমঙ্গ অ্যাপ খুলে ইপিএফও-তে ক্লিক করতে হবে। সেখানে এমপ্লইয়ি সেন্ট্রিক সার্ভিসে ক্লিক করে ভিউ পাসবুক অপশনে যেতে হবে। পাসবুক দেখার আগে ইউএএন নম্বর এবং ওটিপি লিখতে হবে। নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। সেটা দিলেই পিএফ ব্যালান্স দেখা যাবে।