অল্টোতে ৫৭ হাজার টাকা ডিসকাউন্ট, আরও ৬ গাড়িতে মিলছে দুর্দান্ত অফার, দেখে নিন বিস্তারিত!

Last Updated:

এই অফার নগদ ছাড়, বিনিময় বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট আকারে দেওয়া হবে।

#কলকাতা: উৎসবের মরশুম শেষ। তবে অফার শেষ হচ্ছে না এখনই। বড় ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে মারুতি সুজুকি। নভেম্বরে ৭টি গাড়িতে মিলছে বিপুল ছাড়। কত? প্রায় ৫৭ হাজার টাকা পর্যন্ত। এই অফার নগদ ছাড়, বিনিময় বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট আকারে দেওয়া হবে। দেখে নেওয়া যাক কোন কোন গাড়িতে কেমন ছাড় মিলছে।
হ্যাচব্যাক সুইফট: কোম্পানির সবচেয়ে পুরনো হ্যাচব্যাক সুইফট কিনলে মিলবে ৩৯ হাজার টাকা ছাড়। অন্য দিকে, কোম্পানি সুইফটের সিএনজি মডেল কেনার ক্ষেত্রে খুব বেশি ছাড় দিচ্ছে না। এতে মাত্র ৮০০০ টাকা নগদ ছাড়ের সুবিধে রয়েছে। লক্ষ্যণীয়, সুইফটের প্রারম্ভিক মূল্য ৫.৯২ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
advertisement
advertisement
ডিজায়ার: ডিজায়ারের স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টে ৩২ হাজার টাকা পর্যন্ত অফার রয়েছে। এর মধ্যে ১৫ হাজার টাকা নগদ ছাড়, ৭ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট এবং ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। অন্য দিকে, এর ম্যানুয়াল ভ্যারিয়েন্ট নিলে ১৭ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। ডিজায়ারের এক্স-শোরুম মূল্য ৬.২৪ লক্ষ টাকা থেকে শুরু।
অল্টো: কোম্পানি অল্টো-র টপ ভ্যারিয়েন্টে ৩৬,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। একই সময়ে, বেস ভ্যারিয়েন্টে ১১ হাজার টাকা ছাড় রয়েছে। অল্টো সিএনজিতে ৩০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। বলে রাখা ভাল, অল্টো মডেলেই সর্বোচ্চ ছাড় পাওয়া যাচ্ছে। কে১০-এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টে মিলছে ৫৭ হাজার টাকার সুবিধা। এর মধ্যে রয়েছে ৩৫,০০০ টাকার নগদ ছাড়, ৭০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস৷ একই সময়ে, এর স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টে ২২ হাজার টাকার ছাড় পাওয়া যাবে।
advertisement
ওয়াগনআর: ওয়াগনআর-এর জেডএক্স আই এবং জেডএক্স আই প্লাস ভ্যারিয়েন্টে ৪১,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। নগদ ২০ হাজার ছাড়, কর্পোরেট ছাড় ৬ হাজার এবং এক্সচেঞ্জ বোনাস ১৫ হাজার। একই সময়ে, এর অন্য দুটি ভ্যারিয়েন্টে ৩১ হাজার ছাড় দেওয়া হচ্ছে। কোম্পানি গাড়ির স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টে ২১ হাজার টাকা এবং সিএনজিতে ৪০ হাজার টাকা ছাড় দিচ্ছে।
advertisement
মারুতি সুজুকি: মারুতি সুজুকি এস প্রেসো-তে ৫৬ হাজার ছাড় পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৩৫ হাজার নগদ ছাড়, কর্পোরেট বোনাস ৬ হাজার এবং এক্সচেঞ্জ বোনাস ১৫ হাজার। এর স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টে ৪৬ হাজার টাকা এবং সিএনজি-তে ৩৫ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে।
সেলেরিও: হ্যাচব্যাক সেলেরিওতে মিলছে বিপুল ছাড়। সেলেরিও-র ভিএক্সআই ভ্যারিয়েন্টে ৫৬ হাজার টাকার সুবিধা দেওয়া হচ্ছে। নগদ ৩৫ হাজার, কর্পোরেট ৬ হাজার এবং এক্সচেঞ্জ বোনাস ১৫ হাজার টাকা। অন্য দিকে, এর বাকি ভ্যারিয়েন্টে ৪১ হাজার টাকা, অটোমেটিক ২১ হাজার এবং সিএনজি ভ্যারিয়েন্টে ২৫ হাজার টাকা সুবিধা পাওয়া যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অল্টোতে ৫৭ হাজার টাকা ডিসকাউন্ট, আরও ৬ গাড়িতে মিলছে দুর্দান্ত অফার, দেখে নিন বিস্তারিত!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement