TRENDING:

PM Kisan: অ্যাকাউন্টে কবে আসবে টাকা ? চেক করে নিন নতুন লিস্ট, বাদ গিয়েছে অনেকেরই নাম

Last Updated:

এখন পর্যন্ত ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা পাঠানো হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১২ তম কিস্তির টাকা কবে আসবে ? দেশের ১২ কোটি কৃষকদের মনে এখন এই একটাই প্রশ্ন ঘুরছে ৷ অগাস্ট-নভেম্বরের কিস্তির টাকা এখনও কৃষকদের অ্যাকাউন্টে আসেনি ৷ গত বছর অবশ্য ৯ অগাস্ট এই কিস্তির টাকা এসে গিয়েছিল ৷ কিন্তু এবার ১৯ সেপ্টেম্বর পেরিয়ে গিয়েছে, তবে এখনও আসেনি টাকা ৷ এবার সরকারের তরফে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ফ্রড বা অবৈধ ভাবে যারা এই সুবিধা নিচ্ছে তাদের নাম কেটে দেওয়া হয়েছে লিস্ট থেকে ৷
advertisement

কেন আটকে গিয়েছে কিস্তির টাকা ?

যোজনার নামে চলতে থাকা গড়মিল আটকাতে পিএম কিষানের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এখনও পিএম কিষানের পোর্টালে গিয়ে ই-কেওয়াইসি করাতে পারবেন ৷ এর পাশাপাশি রাজ্য সরকার এবং গ্রামের সুবিধাভোগীদের ফিজিক্যাল ভেরিফিকেশনও করা হচ্ছে ৷ তবে সব কিছুর আগে অবশ্যই চেক করে নিন পিএম কিষানের সুবিধাভোগীদের নতুন লিস্টে আপনার নাম রয়েছে তো ?

advertisement

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷ এখন পর্যন্ত ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: বিরাট তথ্য রিজার্ভ ব্যাঙ্কের! হাতে মাত্র ২দিন সময় এই ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে

চেক করে নিন আপনার টাকার স্টেটাস -

advertisement

  • সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷
  • এরপর ডান দিকের 'Farmers Corner' এ গিয়ে ‘Beneficiary Status' অপশনে ক্লিক করতে হবে
  • এরপর আপনাকে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে
  • এই দুটি নম্বরের মাধ্যমে চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে ? না আসবে না ?
  • advertisement

  • আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনও একটি নম্বর এন্টার করে 'Get Data'-তে ক্লিক করতে হবে ৷
  • ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের ডিটেল পেয়ে যাবেন ৷

টোল ফ্রি নম্বরে কল করতে পারবেন

এছাড়া আবেদনের স্থিতি জানার পর আপনি টোল ফ্রি নম্বরে 155261 কল করতে পারবেন ৷ এখানে আপনার কিস্তির টাকার সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: জ্বালানিতে ফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র! সংস্থাগুলিকে লাভের যে পরিমাণে

কারা পাবেন না ১২ তম কিস্তির টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কৃষকদের নিজেদের নামে জমি না থাকলে যোজনার কিস্তির টাকা পাবেন না ৷ এছাড়া ডক্টর, ইঞ্জিনিয়র, সিএ, উকিলরা এই যোজনার সুবিধা পাবেন না ৷ রাজ্য বা কেন্দ্র সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন না ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: অ্যাকাউন্টে কবে আসবে টাকা ? চেক করে নিন নতুন লিস্ট, বাদ গিয়েছে অনেকেরই নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল