এখনও দ্বাদশ কিস্তির টাকা অ্যাকাউন্টে আসেনি ৷ যোজনার সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হয় ৷ আপনি কি আগামী কিস্তির টাকা পাবেন ? পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারির লিস্ট দেখে জেনে নিতে পারবেন ৷ অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই পিএম কিষান যোজনার টাকা ট্রান্সফার করতে চলেছে সরকার ৷
advertisement
আরও পড়ুন: পুজোতে মধ্যবিত্তের জন্য বড় উপহার, দাম কমল গ্যাস সিলিন্ডারের
কীভাবে দেখবেন সুবিধাভোগীদের লিস্ট ?
কৃষকদের কাছে স্মার্টফোন ও ইন্টারনেট থাকে তাহলে বাড়িতে বসেই নতুন লিস্টে নিজের নাম চেক করতে পারবেন ৷
নাম চেক করার পদ্ধতি জেনে নিন
১. প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷
২. এখানে farmer corner এর নীচে beneficiary list অপশনে ক্লিক করতে হবে ৷
৩. নতুন পেজ খুলতেই এখানে প্রথমে রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম সিলেক্ট করতে হবে ৷
৪. সমস্ত তথ্য দেওয়ার পর get report এ ক্লিক করতে হবে ৷
৫. এরপরই আপনার সামনে পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের লিস্ট খুলে যাবে ৷
৬. এই লিস্টেই চেক করে নিতে পারবেন আপনার নাম রয়েছে না নেই ৷
আরও পড়ুন: রেপো রেট বৃদ্ধির ফলে বাড়ি এবং গাড়ি ঋণ এখন আরও দামি, দেখুন দিতে হবে কতটা বেশি EMI
১০ কোটির বেশ কৃষকরা এই সুবিধা পেয়ে থাকেন
পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা দেশের প্রায় ১০ কোটির বেশি কৃষকরা পেয়ে থাকেন ৷ অর্থবর্ষ ২০২১-২২ এ এই যোজনায় ৬৬,৪৮৩ কোটি টাকা সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ হাজার টাকা দিয়ে থাকে সরকার ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷