এদিন সকালে গৌতম বুদ্ধ নগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ১ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.৬৪ টাকা হয়েছে ৷ ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ লখনউ-তে পেট্রোল ১৩ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৪৪ টাকা হয়েছে ৷ ডিজেল ১২ পয়সা সস্তা হয়ে ৮৯.৬৪ টাকায় বিক্রি হচ্ছে ৷ বিহারের রাজধানী পটনাতে পেট্রোল ৭১ পয়সা কমে প্রতি লিটারে ১০৭.২৪ টাকা হয়েছে ৷ ডিজেল ৬৬ পয়সা কমে প্রতি লিটারে ৯৪.০৪ টাকা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: জয়েন্ট অ্যাকাউন্ট তো থাকেই, এই নিয়ম মেনে চললে দম্পতিদের একত্র সঞ্চয় বাড়বে হু-হু করে!
গত ২৪ ঘণ্টায় অশোধিত তেলের দামে বড় পতন দেখা গিয়েছে ৷ ব্রেন্ট ক্রুড এদিন সকালে প্রায় ১.৫ ডলার কমে প্রতি ব্যারেলে ৮১.২১ ডলার হয়েছে ৷ WTI-এর দাম প্রতি ব্যারেলে ৭৬.০৯ ডলার হয়েছে ৷
আরও পড়ুন: বিক্রি হয়ে যেতে চলেছে আরও একটি ব্যাঙ্ক, দেখে নিন অ্যাকাউন্ট হোল্ডারদের কী হবে
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬ টাকা
যে যে শহরে বদলাল জ্বালানির দাম
নয়ডা- পেট্রোল ৯৬.৬৪ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৪৪ টাকা, ডিজেল ৮৯.৬৪ টাকা
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ জ্বালানির দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷