আজ, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা এবং রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?
আরও পড়ুন: কোথাও বাড়ল, কোথাও কমল অনেকটাই, বড় শহরগুলিতে কত হল পেট্রোল ডিজেলের দাম?
সবার আগে আসা যাক রুপোর কথায়। সাবেকি বিনিয়োগের কথা ছেড়ে দিলেও শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম, তত্ত্বের বাসন-কোসনে রুপোর সামগ্রী কেনাকাটার দরকার অনেকেরই হতে পারে। মজার ব্যাপার, সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে চলে রুপোর দাম। সোনার দাম বাড়লে রুপোর দামও বাড়ে, ঠিক তেমনই সোনার দাম কমলে রুপোরও দাম কমে।
advertisement
তবে, বৃহস্পতিবার অপরিবর্তীত রয়েছে রুপোর দাম। বুধবারের মতোই বৃহস্পতিবারও ১ কেজি রুপোর দাম ৭০, ১০০ টাকা। তবে, সামান্য বেড়েছে সোনার দাম। বুধবার যেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫০, ১০০ টাকা ছিল। বৃহস্পতিবার তা হয়েছে ৫০, ১১০ টাকা। একই ভাবে বুধবার যেখানে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৪, ৬৫০ টাকা ছিল। বৃহস্পতিবার তা হয়েছে ৫৪, ৬৬০ টাকা।