TRENDING:

Gold and Silver Price: কত হল সোনা-রুপোর দাম? জানলে চমকে যাবেন, দেখে নিন আজকের বাজার দর!

Last Updated:

Gold and Silver Price: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা এবং রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয়দের জনসমাজে বিনিয়োগের কথা উঠলে সবার আগে মাথায় আসে সাবেকি সেই সোনা আর রুপোর প্রসঙ্গই। অবশ্য, সব দিক খতিয়ে দেখলে তার কারণও নেহাত ফেলনা নয়। এই দুই মূল্যবান ধাতুতে বিনিয়োগ সচরাচর কাউকে বিমুখ করে না। কেন না, বেশ কয়েক দশকের ইতিহাস, দুই-এক বিক্ষিপ্ত প্রসঙ্গ বাদ দিলে, স্পষ্টতই প্রমাণ তুলে ধরে যে সোনার দাম তো বটেই বিশেষ করে, এমনকী রুপোর দামও বেশির ভাগ সময় থেকেছে চড়ার দিকেই। ফলে, যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তা-ভাবনা করা দরকার। কেন না, এই দুই মূল্যবান ধাতুর দাম প্রতি দিনই বদলে বদলে যায়, কখনও তা বাড়ে, কখনও বা আবার কমে।
কত হল সোনা রুপোর দাম?
কত হল সোনা রুপোর দাম?
advertisement

আজ, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা এবং রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?

আরও পড়ুন: কোথাও বাড়ল, কোথাও কমল অনেকটাই, বড় শহরগুলিতে কত হল পেট্রোল ডিজেলের দাম?

সবার আগে আসা যাক রুপোর কথায়। সাবেকি বিনিয়োগের কথা ছেড়ে দিলেও শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম, তত্ত্বের বাসন-কোসনে রুপোর সামগ্রী কেনাকাটার দরকার অনেকেরই হতে পারে। মজার ব্যাপার, সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে চলে রুপোর দাম। সোনার দাম বাড়লে রুপোর দামও বাড়ে, ঠিক তেমনই সোনার দাম কমলে রুপোরও দাম কমে।

advertisement

আরও পড়ুন: এক নয়, দুই নয়, নতুন বছরে Modi সরকারের কর্মীরা পাবেন তিনটি বাম্পার উপহার, উল্কার গতিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা!

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

তবে, বৃহস্পতিবার অপরিবর্তীত রয়েছে রুপোর দাম। বুধবারের মতোই বৃহস্পতিবারও ১ কেজি রুপোর দাম ৭০, ১০০ টাকা। তবে, সামান্য বেড়েছে সোনার দাম। বুধবার যেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫০, ১০০ টাকা ছিল। বৃহস্পতিবার তা হয়েছে ৫০, ১১০ টাকা। একই ভাবে বুধবার যেখানে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৪, ৬৫০ টাকা ছিল। বৃহস্পতিবার তা হয়েছে ৫৪, ৬৬০ টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold and Silver Price: কত হল সোনা-রুপোর দাম? জানলে চমকে যাবেন, দেখে নিন আজকের বাজার দর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল