TRENDING:

আপনার সোনা কতটা শুদ্ধ ? এবার এই অ্যাপ ব্যবহার করে নিজেই জানতে পারবেন

Last Updated:

এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই যে কোনও জিনিসের হলমার্কিং বা ISI মার্ক যাচাই করতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাধারণ মধ্যবিত্তের কাছে সোনা বিনিয়োগ করার একটি সবচেয়ে জনপ্রিয় বিকল্প ৷ কিন্তু অনেক সময়ই দেখা গিয়েছে যে বহু টাকা দিয়ে সোনা কিনে পরে সেটি বিক্রি করতে গিয়ে জানতে পেরেছেন যে সোনায় খাদের পরিমাণ অনেকটাই বেশি ৷ ফলে স্বাভাবিক ভাবেই বহু টাকার লোকসানের মুখে পড়তে হয়েছে আমজনতাকে ৷
advertisement

সাধারণ মানুষকে প্রতারণা থেকে বাঁচাতে সরকার এবার সোনার শুদ্ধতা যাচাই করার জন্য হলমার্কিং বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ তবে বিপুল সংখ্যক মানুষ এখনও এই বিষয়ে সচেতন না হওয়ায় একাধিকবার সোনা কিনে ফেলছেন  যার শুদ্ধতা অনেকটাই কম  ৷ এর জেরেই সকলের সুবিধার্থে এবার Bureau of Indian Standards-BIS কেয়ার অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যা হলমার্ক জুয়েলারি যাচাই শীঘ্রই করে দেয় ৷

advertisement

এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই যে কোনও জিনিসের হলমার্কিং বা ISI মার্ক যাচাই করতে পারবেন ৷ শুধু তাই নয়, পণ্যের মান বা নির্ভরযোগ্যতা নিয়ে গ্রাহকদের কোনও সন্দেহ বা সংশয় থাকলে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।

আরও পড়ুন: গাড়ির ট্যাঙ্ক ভর্তি করার আগে কলকাতা-সহ অন্যান্য শহরে কত টাকায় মিলছে পেট্রোল

advertisement

মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, BIS Care App নামে একটি অ্যাপ্লিকেশন Play Store থেকে ডাউনলোড করা যেতে পারে ৷ এর মাধ্যমে হলমার্কিং জুয়েলারির যাচাই বাড়িতে বসে মিনিটের মধ্যে করতে পারবেন ৷ বিআইএস কেয়ার অ্যাপ ব্যবহার করার জন্য সবার আগে আপনাকে নিজের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে ৷ ডাউনলোড হওয়ার পর আপনাকে এটি ওপেন করতে হবে ৷ এরপর নিজের নাম, ফোন নম্বর ও ই-মেল আইডি দিতে হবে ৷  আপনার মোবাইল নম্বর ও ই-মেল আইডি ওটিপি-র মাধ্যমে ভেরিফাই করতে হবে ৷ ভেরিফিকেশনের পর এই অ্যাপ ব্যবহার করা যেতে পারে ৷

advertisement

আরও পড়ুন: কম সময়ের জন্য টাকা জমিয়ে পান উচ্চতর রিটার্ন! রইল পাঁচটি বিনিয়োগ বিকল্পের হদিশ

BIS Care অ্যাপে ‘Verify HUID’ এর ফিচার দেওয়া হয়েছে ৷ এই ফিচারের সাহায্যে আপনি হলমার্ক জুয়েলারির শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এছাড়া অ্যাপের লাইসেন্সিং ডিটেল সেকশনে গিয়ে ব্র্যান্ডেড প্রোডাক্টসের যাচাই করতে পারবেন ৷ আপনার হলমার্ক জুয়েলারি নিয়ে কোনও সমস্যা থাকলে অ্যাপের কমপ্লেন্ট বিভাগে গিয়ে অভিযোগ জানাতে পারবেন ৷

advertisement

প্রত্যেক সোনার গয়নাতে দেওয়া হয় HUID নম্বর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সরকার গত বছর ১ জুলাই থেকে সমস্ত সোনার গয়নাতে হলমার্কিংয়ে বদল করে তিন ভাগ করে দিয়েছে ৷ প্রথম ভাগ বিআইএস হলমার্ক হয় ৷ দ্বিতীয় ভাগ শুদ্ধতার এবং তৃতীয় ভাগে ছ’ডিজিটের একটি আল্ফানিউমেরিক কোড থাকে যাকে HUID নম্বর বলা হয়ে থাকে ৷ HUID এর মানে হচ্ছে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ৷ এই ৬ ডিজিটের কোডে লেটার ও ডিজিটিস সামিল থাকে ৷ হলমার্কিংয়ের সময় প্রত্যেক গয়নার একটি HUID নম্বর অ্যালট করা হয়ে থাকে ৷ এটি একটি ইউনিক নম্বর ৷ অর্থাৎ এক HUID নম্বরের দুটি গয়না হতে পারে না ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার সোনা কতটা শুদ্ধ ? এবার এই অ্যাপ ব্যবহার করে নিজেই জানতে পারবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল