সরকারি তেল সংস্থাগুলি বুধবার সকালে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করেনি ৷ দিল্লিতে পেট্রোল এখন ৯৬.৭২ টাকা প্রতি লিটার ৷ গত ২৪ ঘণ্টায় ক্রুডের দাম সামান্য বেড়েছে ৷
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন ভাবছেন? ৫ টি বিষয় মেনে চললে আসবে দুর্দান্ত রিটার্ন
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
- দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম-
- নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬
- লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৫
- পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
- পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
আরও পড়ুন: বিনিয়োগের নিরাপদ বিকল্প FD! কোথায় রাখলে বেশি সুদ পাবেন, ব্যাঙ্ক না পোস্ট অফিস?
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷