TRENDING:

Life Insurance: কোন লাইফ ইনস্যুরেন্স পলিসি সবথেকে ভালো, দেখে নিন এক নজরে!

Last Updated:

বর্তমানে কোন জীবন বিমা সবথেকে ভালো, সেটা এক নজরে দেখে নেওয়া যাক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাইফ ইনস্যুরেন্স অর্থাৎ জীবন বিমা পলিসি (Life Insurance Policy) একটি ব্যক্তি এবং বিমা কোম্পানির মধ্যে চুক্তি অনুযায়ী করা হয়। এর জন্য বিমাকারী সেই ব্যক্তিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রিমিয়াম জমা দিতে হয়। তাই নিজেদের প্রয়োজন অনুযায়ী জীবন বিমা বেছে নিতে হবে। বর্তমানে কোন জীবন বিমা সবথেকে ভালো, সেটা এক নজরে দেখে নেওয়া যাক!
advertisement

আরও পড়ুন: ভারতীয় রেলের বিরাট সিদ্ধান্ত; বাড়বে রাজস্ব, ছোট-মাঝারি ব্যবসায়ীদেরও হবে সুবিধা!

একজন ব্যাক্তি যে কারণেজীবন বীমা প্ল্যানে বিনিয়োগ করে, সেই কারণগুলো হল

- মৃত্যুর সময়ে আর্থিক সুরক্ষা।

- সন্তানের শিক্ষা।

- সন্তানের বিবাহ।

- নতুন একটি বাড়ি কেনা।

- রিটায়ারমেন্টের পর একটি নিশ্চিত আয় সুনিশ্চিত করা।

বিভিন্ন ধরনের লাইফ ইনস্যুরেন্স প্ল্যান-

advertisement

টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান- এটি পুরোপুরি একটি রিস্ক কভার প্ল্যান।

ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান- এখানে ইনস্যুরেন্সের সঙ্গে সঙ্গে বিনিয়োগের সুযোগও রয়েছে।

এন্ডোমেন্ট প্ল্যান- ইনস্যুরেন্স এবং সেভিংস।

মানি ব্যাক- ইনস্যুরেন্সের সঙ্গে সঙ্গে সময়ে রিটার্নের সুবিধা।

সম্পূর্ণ জীবন বিমা - বিমাকারী ব্যক্তির সম্পূর্ণ লাইফ কভারেজ।

শিশুদের প্ল্যান- সন্তানের শিক্ষা এবং বিয়ে।

রিটায়ারমেন্ট প্ল্যান- রিটায়ারমেন্টের পর আয়।

advertisement

আরও পড়ুন: পঞ্জিকা ২৯ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

জেনে নেওয়া যাক কোন পলিসি কী ভাবে কাজ করে-

টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান (Term Life Insurance)

জীবন বিমার সবথেকে সহজ প্রকারের পলিসি হল, টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান। এটি পুরোপুরি একটি রিস্ক কভার প্ল্যান। এর মাধ্যমে লাইফ কভার করা হয়। জীবন বিমার সব পলিসির মধ্যে টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান সবথেকে বেশি লাভজনক।

advertisement

ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান (Unit Linked Insurance Plan)

এই ধরনের ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান বিনিয়োগ এবং ইনস্যুরেন্সের একটি সঠিক মিশ্রণ। এখানে বিনিয়োগকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করতে পারে।

আরও পড়ুন: হেডলাইট থেকে ফগলাইট; গাড়িতে LED আলোর ব্যবহার বেড়েই চলেছে, কারণ জানলে অবাক হবেন!

advertisement

এন্ডোমেন্ট প্ল্যান (Endowment Plan)

এন্ডোমেন্ট প্ল্যান হল একটি ট্র্যাডিশনাল লাইফ ইনস্যুরেন্স পলিসি, যা বিমা আর সঞ্চয়ের মিশ্রণ। এই এন্ডোমেন্ট প্ল্যানে বিমাকারী ব্যক্তি যদি পলিসির পিরিয়ডের থেকে বেশি সময় বাঁচে তাহলে ইনস্যুরেন্স কোম্পানি সেই বিমাকারী ব্যক্তিকে ম্যাচিউরিটি বেনিফিট প্রদান করে।

মানি ব্যাক প্ল্যান (Money Back Plan)

মানি ব্যাকের মাধ্যমে বিনিয়োগকারীরা শর্ট টাইম ফিনান্সিয়াল গোল সহজেই পূরণ করতে পারে। এখানে ইনস্যুরেন্সের সঙ্গে সঙ্গে সময়ে রিটার্নের সুবিধা পাওয়া যায়।

সম্পূর্ণ জীবন বিমা (Whole Life Insurance)

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই ধরনের জীবন বিমা বিমাকারীদের সম্পূর্ণ জীবন কভার করে। কয়েকটি ক্ষেত্রে ১০০ বছর পর্যন্তও কভার করে। এই ধরণের জীবন বিমার মাধ্যমে সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দেওয়া হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Life Insurance: কোন লাইফ ইনস্যুরেন্স পলিসি সবথেকে ভালো, দেখে নিন এক নজরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল