আরও পড়ুন: মাত্র ৮২.৯৬ টাকায় মিলছে ১ লিটার পেট্রোল, দেখে নিন আপনার শহরে জ্বালানির দাম...
রেকর্ড হাই থেকে ৮০৭৭ টাকা সস্তায় মিলছে সোনা
২০২০ সালে এই সময় এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম (Gold Silver Price Today) ৫৬,২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৮,১২৩ টাকার লেভেলে রয়েছে ৷ এই হিসেব অনুযায়ী, রেকর্ড দাম থেকে প্রায় ৮০৭৭ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷
advertisement
দেখে নিন সোনা-রুপোর দাম (Gold Silver Price)
অক্টোবরে ডেলিভারি গোল্ডের দাম এদিন ০.৩৪ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৮১২৩ টাকা হয়েছে ৷ রুপোর দাম ০.৯৬ শতাংশ বেড়ে ১ কিলোগ্রামের দাম ৬৩৫৭১ টাকা হয়েছে ৷
আরও পড়ুন: ৩০ নভেম্বরের আগে অবশ্যই সেরে ফেলুন এই কাজটি না হলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট
মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট দাম (Gold Silver Price Today)-
বাড়িতে বসে সহজেই জেনে নিতে পারবেন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিলেই ফোনে মেসেজের মাধ্যমে লেটেস্ট দাম জানতে পারবেন ৷
আরও পড়ুন: বিনা টিকিটে যাত্রা করা যাবে ট্রেনে ? কী জানাল ভারতীয় রেল....
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা -
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য কেন্দ্র সরকার ‘BIS Care app’ লঞ্চ করেছিল ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷