আরও পড়ুন: আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই করতে হবে এই কাজ, হাতে নেই আর বেশি সময়
জেনে নিন আজকে সোনার দাম?
দিল্লির সরাফা বাজারে সোমবার সোনার দাম বাজার বন্ধ হওয়ার সময় ১৭০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৯২৬ টাকা হয় ৷ এর আগের দিন বাজার বন্ধ হওয়ার সময় প্রতি ১০ গ্রামে সোনার দাম ছিল ৫০,৭৫৬ টাকা ৷
advertisement
আজ কত হল রুপোর দাম ?
দিল্লির সরাফা বাজারে রুপোর দাম ৪৫৮ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬১৭৯২ টাকা হয়েছে ৷ আগের দিন বাজার বন্ধ হওয়ার সময় রুপোর দাম ছিল ৬১,৩৩৪ টাকা ৷
আরও পড়ুন: সেরে ফেলুন দরকারি কাজ! জুন মাসে বেশ অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
কীভাবে জানবেন সোনার নতুন দাম ?
সোনা ও রুপোর দাম সহজেই বাড়িতে বসে জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতেই আপনার ফোনে মেসেজ চলে আসবে ৷ এর মাধ্যমে লেটেস্ট রেট চেক করে নিতে পারবেন ৷
জেমস এবং জুয়েলারি এক্সপোর্ট ২০২১-২২-এ অনেকটাই বেড়েছে ৷ গত আর্থিক বছরের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেড়ে ৩৯.১৫ কোটি ডলারে পৌঁছে গিয়েছে ৷