এমসিএক্সে সোনা প্রতি আউন্সে ১৭৪৭ ডলারে ট্রেড করছে ৷ মার্কিন বাজারে মঙ্গলবার সোনার দাম প্রতি আউন্সে ১৭৩৬.৫৫ ডলার হয়েছে যা আগের দিনের থেকে ০.০৯ শতাংশ বেশি ছিল ৷
আরও পড়ুন: বহরে বাড়ছে Meesho!শুধু পশ্চিমবঙ্গেই ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসাকে ডিজিটাল করার দাবি
সরাফা বাজারে সোনার দাম-
মঙ্গলবার সরাফা বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনা ও রুপোর দাম ৷ রাজধানীতে প্রতি ১০ গ্রামে সোনার দাম ১৫৭ টাকা বেড়ে ৫১,৭০৭ টাকা হয়েছিল ৷ আগে বাজার বন্ধের সময় সোনার দাম ছিল ৫১৫৫০ টাকা ৷ রুপোর দাম এদিন ৩৬৪ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৫,৬৬২ টাকা হয়ে গিয়েছিল ৷ এইচডিএফসি সিকিউরিটির সিনিয়র অ্যানালিস্ট তপন পটেল জানিয়েছেন ডলারের দাম পড়ে যাওয়ায় সোনার দামে পতন দেখা গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: বড়সড় সিদ্ধান্ত UIDAI-এর! আপডেট করাতে, নতুন আধার করাতে আর হয়রানি নয়
সোনার শুদ্ধতা কীভাবে চেক করবেন ?
সোনার শুদ্ধতা চেক করতে চাইলে এর জন্যে সরকার একটি অ্যাপ তৈরি করেছে ৷ নাম ‘BIS Care app’ ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা সহজেই যাচাই করা যেতে পারে ৷ কেবল শুদ্ধতা যাচাই নয়, এর মাধ্যমে সোনা সংক্রান্ত অভিযোগও জানানো যেতে পারে ৷ এই অ্যাপে জিনিসের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হলমার্ক ভুল থাকলে গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন ৷
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম-
সোনার দাম আপনি সহজেই বাড়িতে বসে জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড দিতে হবে ৷ মিসড কল দিতেই আপনার নম্বরে মেসেজ চলে আসবে যেখানে লেটেস্ট রেট জানতে পারবেন আপনি ৷