আরও পড়ুন: NFL Recruitment 2021: ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেডে প্রচুর পদে নন-একজিকিউটিভ নিয়োগ!
আগে একটি আধার নম্বর থেকে ৯টি সিম নেওয়া যেত ৷ কিন্তু বর্তমানে ৯টার বদলে ১৮টি সিম নেওয়া যাবে ৷ টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়ার তরফে করা বদলের পর এবার ১৮টি নম্বর নিতে পারবেন ৷ ট্রাইয়ের তরফে জানানো হয়েছে, ব্যবসার জন্য অনেকেরই একের বেশি সিমের দরকার পড়ে ৷ তার জন্যেই সিমের লিমিট বাড়িয়ে ১৮ করা হয়েছে ৷ আপনার আধার নম্বরের সঙ্গে কতগুলো ফোন নম্বর লিঙ্ক রয়েছে সেটা জানার জন্য মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা দরকার ৷
advertisement
আরও পড়ুন: জ্বালানির জ্বালা, অক্টোবরে ৫ টাকার বেশি দাম বাড়ল পেট্রোলের, দেখে নিন আজ কত হল
এই ভাবে চেক করে নিন -
- UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
- হোম পেজে Get Aadhaar এ ক্লিক করতে হবে
- এবার Download Aadhaar এ ক্লিক করতে হবে
- এরপর ক্লিক করতে হবে View More অপশনে
- এখানে Aadhaar Online Service এ গিয়ে Aadhaar Authentication History-তে ক্লিক করতে হবে
- Where can a resident chech/ Aadhaar Authentication History-তে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে
- এরপর নতুন পেজ খুলে যেতেই আধার নম্বর, ক্যাপচা কোড দিয়ে সেন্ড OTP-তে ক্লিক করতে হবে
- Authentication Type-এ All সিলেক্ট করতে হবে
- এরপর কবে থেকে কবে পর্যন্ত দেখতে চান তার ডেট দিতে হবে
- ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি-তে ক্লিক করতে হবে
- নতুন ইন্টারফেস ফলে যাবে
- এখানে থেকে সমস্ত ডেটা পেয়ে যাবেন
কীভাবে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করবেন?
মোবাইল নম্বর ও ই-মেল আইডি-কে আধারের সঙ্গে লিঙ্ক করাতে চাইলে এর জন্য আধার সেন্টারে যেতে হবে ৷ অনলাইনে আপনি লিঙ্ক করাতে পারবেন না ৷ লিঙ্ক করানোর জন্য কোনওরকমের ডকুমেন্টস লাগবে না ৷ এর জন্য বায়োমেট্রিক অথেন্টিকেশন বাধ্যতামূলক ৷
আরও পড়ুন: সাংসদ পদে পদত্যাগ সাঙ্গ, বাবুল সুপ্রিয়কে এবার বড় দায়িত্ব দিল তৃণমূল!
আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করার পদ্ধতি
- আপনার টেলিকম অপারেটরের আউডলেটে গিয়ে আধার কার্ডের অ্যাটাস্টেটেড কপি নিয়ে যেতে হবে
- অপারেটরকে নিজের মোবাইল নম্বর দিতে হবে
- রেজিস্টার্ড মোবাইল নম্বরে স্টোর এক্সিকিউটিভ ওটিপি পাঠাবে ৷ ওটিপি ভেরিফিকেশন জন্য নম্বরটি দিতে হবে
- এরপর আধিকারিক আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে ৷ টেলিকম অপারেটরের তরফে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে
- SMS এর উত্তরে Y লিখে পাঠাতে হবে ৷ এটা পাঠানোর পর আপনার e-KYC প্রসেস পুরো হয়ে যাবে৷