হোম /খবর /চাকরি ও শিক্ষা /
ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেডে প্রচুর পদে নন-একজিকিউটিভ নিয়োগ!

NFL Recruitment 2021: ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেডে প্রচুর পদে নন-একজিকিউটিভ নিয়োগ!

প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেডের (National Fertilisers Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নন- একজিকিউটিভ ওয়ার্কার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে www.nationalfertilizers.com গিয়ে খোঁজ নিতে পারেন।

NFL Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

NFL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ১৮৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

NFL Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ (প্রোডাকশন): ৮৭টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ (ইন্সট্রুমেনটেশন): ১৫টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ (ইলেকট্রিক্যাল): ০৭টি পদ

লোকো অ্যাটেন্টেন্ট গ্রেড-২: ০৪টি পদ

লোকো অ্যাটেন্টেন্ট গ্রেড-৩: ১৯টি পদ

অ্যাটেন্টেন্ট গ্রেড-১: ৩৬টি পদ

মার্জকেটিং রিপ্রেজেন্টেটিভ: ১৫টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেড (NFL)

পদের নাম: নন- একজিকিউটিভ ওয়ার্কার

শূন্যপদের সংখ্যা: ১৮৩

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২: ২৩০০০-৫৬৫০০ টাকা/ লোকো অ্যাটেন্টেন্ট গ্রেড-২: ২৩০০০-৫৬৫০০ টাকা/ লোকো অ্যাটেন্টেন্ট গ্রেড-৩: ২১৫০০-৫২০০০ টাকা/ অ্যাটেন্টেন্ট গ্রেড-১: ২১৫০০-৫২০০০ টাকা/ মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ: ২৪০০০-৬৭০০০ টাকা

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ১০.১১.২০২১

NFL Recruitment 2021: বেতনক্রম

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২: ২৩০০০-৫৬৫০০ টাকা

লোকো অ্যাটেন্টেন্ট গ্রেড-২: ২৩০০০-৫৬৫০০ টাকা

লোকো অ্যাটেন্টেন্ট গ্রেড-৩: ২১৫০০-৫২০০০ টাকা

অ্যাটেন্টেন্ট গ্রেড-১: ২১৫০০-৫২০০০ টাকা

মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ: ২৪০০০-৬৭০০০ টাকা

NFL Recruitment 2021: আবেদন পদ্ধতি

প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে। সেখানে কেরিয়ার ট্যাবের ‘Recruitment in NFL’ লেখা অপশনে ক্লিক করতে হবে। এর পর ‘Recruitment of Non- Executives (Workers) in Marketing, Transportation and various Technical Disciplines-2021’ লিঙ্কটিতে গিয়ে ‘Advertisement’-এ ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে পূরণ করতে হবে। ভবিষ্যতের সুবিধার্থে প্রার্থীরা ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারলে ভালো হয়।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: NFL Recruitment 2021