সম্প্রতি Tata Motors-এর ‘প্যাসেঞ্জার ভেহিকল বিজনেস’ (Passenger Vehicle Business) বিভাগের অধিকর্তা শৈলেশ চন্দ্র (Shailesh Chandra) জানিয়েছেন, তাঁদের সংস্থা Tigor EV-এর থেকে কম দামে একটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে।
আরও পড়ুন: ফের সোনার দামে ধস, বুধবারে সোনার দাম কয়েক হাজার টাকা সস্তা
Tata Motors-এর সব থেকে কম দামি গাড়ি বর্তমানে Tigor EV। এর প্রারম্ভিক মূল্য হল ১২.৫ লক্ষ টাকা। ফলে বোঝাই যাচ্ছে নতুন গাড়িটির দাম এর থেকে কম হবে৷
advertisement
চন্দ্র আরও ইঙ্গিত দিয়েছেন, Tata Motors-এর পরবর্তী বৈদ্যুতিক গাড়িটি ‘হ্যাচব্যাক’ (Hatchback) হতে পারে। ‘হ্যাচব্যাক’ হল এক বিশেষ বৈশিষ্ট্য। এতে গাড়ির পিছনের দরজাটি উপরের দিকে খোলে, আর সেখানে বসার জায়গাটিও হতে পারে ভাঁজ করা। তিনি বলেন যে কোম্পানির লক্ষ্য ২০২৩ অর্থবছরে ৫০ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা। Tata Motors ১৭ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। পরবর্তী অর্থবর্ষে তারা ৫০ হাজার গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করতে চাইছে।
২০২২ সালের শুরুর তথ্য অনুসারে, মুম্বাই-ভিত্তিক একটি গাড়ি নির্মাতা সংস্থাটি গত অর্থবছরে অভ্যন্তরীণ বাজারে যাত্রিবাহী বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে প্রথম স্থানে ছিল। চলতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তারা ৫,৫০০-৬,০০০ গাড়ির বুকিং পেয়েছে।
আরও পড়ুন: সেভিংস স্কিমে মিলছে ৭ শতাংশের বেশি সুদ, দেখে নিন কীভাবে ডবল করবেন টাকা
Tata Motors দেশীয় বাজারে তিনটি বৈদ্যুতিক পণ্য বিক্রি করে — নেক্সন ইভি (Nexon EV), টিগর ইভি (Tigor EV) এবং এক্সপ্রেস-টি (Xpres-T)। এটি সম্প্রতি একটি কুপ-স্টাইল (Coupe-Style) SUV-র কথা জানিয়েছে, এটি আগামী দু’বছরের মধ্যে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান হয়েছে।
এর বাইরে শৈলেশ চন্দ্র জানিয়েছেন Tata Motors-ও Ford-এর সানন্দ অংশটি ব্যবহার করার পরিকল্পনা করছে৷