সেভিংস স্কিমে মিলছে ৭ শতাংশের বেশি সুদ, দেখে নিন কীভাবে ডবল করবেন টাকা

Last Updated:

আয়কর নিয়ম ৮০ সি অনুযায়ী এতে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ট্যাক্স ছাড় পাওয়া যেতে পারে ৷

কলকাতা: পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বিনিয়োগের জন্য সুরক্ষিত ও দুর্দান্ত রিটার্ন দেওয়া স্কিমের মধ্যে অন্যতম একটি ৷ অনেক কম সেভিংস স্কিম রয়েছে যেখানে ৭.৪ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায় ৷ প্রত্যেক ত্রৈমাসিকে সুদের হার জারি করা হয়ে থাকে ৷ গত বেশ কয়েকটা ত্রৈমাসিকে সুদের হারে কোনও বদল করা হয়নি ৷
এই স্কিম থেকে বিনিয়োগকারীরা ভাল রিটার্নের পাশাপাশি ট্যাক্স বেনিফিটও পাওয়া যায় ৷ দেখে নিন এই স্কিমে কারা বিনিয়োগ করে এবং কী কী ভাবে টাকা দ্বিগুণ করা যায় ৷
advertisement
কে কে বিনিয়োগ করতে পারবেন ?
এই স্কিমটি দেশের প্রবীণ নাগরিকদের জন্য শুরু করা হয়েছে ৷ আপনার বয়স ৬০ বছর বা তার বেশি হলে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন ৷ এর পাশাপাশি ৫৫-৬০ বছরের মধ্যে যাঁদের বয়স এবং ভিআরএস নিয়ে নিয়েছেন তাঁরা এক মাসের মধ্যে এখানে ইনভেস্ট করতে পারবেন ৷ তবে ১ মাসের লিমিট তাঁদের জন্য প্রযোজ্য নয় যাঁরা ২০২০-তে কোভিড চলাকালীন অবসর নিয়েছেন ৷ প্রতিরক্ষায় যাঁরা রয়েছেন তাঁরা ৫০ বছর বয়সের পর থেকেই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন ৷ তবে তাঁদের উপরেও ১ মাসের লিমিট লাগু হবে ৷
advertisement
ন্যূনতম কত টাকা বিনিয়োগ করতে হবে-
এই অ্যাকাউন্টে ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতেই হবে ৷ এই ভাবে ১০০০ টাকার মাল্টিপলে বিনিয়োগ করা যেতে পারে ৷ অ্যাকাউন্ট হোল্ডার অধিকতম ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ৷ এই স্কিম ৫ বছর পর ম্যাচিউর হবে তবে কয়েকটি শর্ত মেনে আরও ৩ বছরের জন্য সময় বৃদ্ধি করা যেতে পারে ৷
advertisement
ট্যাক্স ছাড়ের লাভ-
আয়কর নিয়ম ৮০ সি অনুযায়ী এতে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ট্যাক্স ছাড় পাওয়া যেতে পারে ৷ সুদ ৫০,০০০ টাকার বেশি হলে তার উপরে ট্যাক্স দিতে হবে ৷
কীভাবে দ্বিগুণ করবে সুদ
এই অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে ৷ ৭.৪ শতাংশ হিসেবে আপনি প্রতি ত্রৈমাসিকে ২৭,৭৫০ টাকা এবং বছরে ১,১১,০০০ টাকা সুদ মিলবে ৷ কিন্তু আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুললে অধিকতম ৩০ লক্ষ টাকা জমা করতে পারবেন ৷ বিনিয়োগ ডবল করলে সুদ ও দ্বিগুণ হয়ে ২.২ লক্ষ টাকা হয়ে যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সেভিংস স্কিমে মিলছে ৭ শতাংশের বেশি সুদ, দেখে নিন কীভাবে ডবল করবেন টাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement