Gold Price Today : বিপুল দাম কমল! ৫০ হাজার টাকার নীচে নেমে গেল সোনার দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বুধবার এমসিএক্সে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৯:০৫ মিনিটে ২২ টাকা পড়ে গিয়ে প্রতি ১০ গ্রামে ৪৯,১৫৩ টাকা হয়েছে ৷
advertisement
মঙ্গলবার এমসিএক্সে সোনা ৯১ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৪৯,২১১ টাকায় বন্ধ হয়েছিল ৷ একই ভাবে রুপোর দাম ৩১৯ টাকা কমে প্রতি কিলোতে ৫৬,৩৬৫ টাকা হয়ে গিয়েছিল ৷ বুধবার এমসিএক্সে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৯:০৫ মিনিটে ২২ টাকা পড়ে গিয়ে প্রতি ১০ গ্রামে ৪৯,১৫৩ টাকা হয় ৷ বাজার খোলার সময় এদিন সোনার দাম ছিল ৪৯,১৮৯ যা কিছুক্ষণ পর পড়ে গিয়ে ৪৯,১৪৬ টাকা হয়ে গিয়েছে ৷ তবে পরে সোনা ৪৯,১৫৩ টাকায় ট্রেড করতে শুরু করে দেয় ৷
advertisement
advertisement